শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
দুই ভাই হলেন আবুল হোসেনের ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই রাসেল আহমেদ পৈতৃক সূত্রে পাওয়া সব জমি মাপজোখ করে বহু বছর আগে বুঝে নিয়েছে। এখন আমার জমি হাতিয়ে নেওয়ার জন্য আমার দুই ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এক বছরে বেশ কয়েকটি মামলা করেছে। চাঁদাবাজির মামলা করে আমার ছেলেদের ঘরছাড়া করে রাখছে। বহুদিন ধরে আমার সন্তানেরা বসতবাড়িতে ঘুমাতে পারে না। ওরা বনজঙ্গলে রাত যাপন করে পুলিশের ভয়ে। আমি এমন অত্যাচার থেকে মুক্তি চাই।’
আবুল হোসেন বলেন, ‘আমি সহজ-সরল মানুষ। তেমন কিছু বুঝি না। ছেলেরা জমির কাগজপত্র বোঝে। এ কারণে তাদের নামে মামলা দিয়ে আমার অংশের জমি জবরদখলে নিতে চায়।’
অভিযোগের ব্যাপারে রাসেল আহমেদের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত ফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘একজন বাদী যখন মামলা দায়ের করেন, তখন তাঁর ইচ্ছেমতো আসামি করেন। আমরা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
দুই ভাই হলেন আবুল হোসেনের ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই রাসেল আহমেদ পৈতৃক সূত্রে পাওয়া সব জমি মাপজোখ করে বহু বছর আগে বুঝে নিয়েছে। এখন আমার জমি হাতিয়ে নেওয়ার জন্য আমার দুই ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এক বছরে বেশ কয়েকটি মামলা করেছে। চাঁদাবাজির মামলা করে আমার ছেলেদের ঘরছাড়া করে রাখছে। বহুদিন ধরে আমার সন্তানেরা বসতবাড়িতে ঘুমাতে পারে না। ওরা বনজঙ্গলে রাত যাপন করে পুলিশের ভয়ে। আমি এমন অত্যাচার থেকে মুক্তি চাই।’
আবুল হোসেন বলেন, ‘আমি সহজ-সরল মানুষ। তেমন কিছু বুঝি না। ছেলেরা জমির কাগজপত্র বোঝে। এ কারণে তাদের নামে মামলা দিয়ে আমার অংশের জমি জবরদখলে নিতে চায়।’
অভিযোগের ব্যাপারে রাসেল আহমেদের বক্তব্য নিতে তাঁর ব্যক্তিগত ফোনে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘একজন বাদী যখন মামলা দায়ের করেন, তখন তাঁর ইচ্ছেমতো আসামি করেন। আমরা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করি না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে