গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ফেরত দেওয়া বাসি খাবারের টাকা দিতে না চাওয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পিটিয়ে আহত করেছেন হোটেল মালিক ও কর্মচারীরা। গতকাল শুক্রবার রাতে সফিপুর বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত পরিদর্শকের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দায়িত্ব পালন শেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মেহেদী হাসান। এ সময় তিনি সাদাপোশাকে ছিলেন। রাতের খাবারের জন্য রুটি, ডাল ও হালিম অর্ডার করেন। পরে সেসব খাবার দেওয়া হলে ডাল ও হালিম বাসি হওয়ায় তা থেকে দুর্গন্ধ বের হয়। তিনি খাবারে গন্ধ হওয়ায় খাবার না খেয়ে ফেরত দেন।
তবে খাবার ফেরত দিলেও তাঁর কাছে এসবের বিল দাবি করেন হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাস ভেঙে মেহেদীর মুখে আঘাত করেন। এ সময় হোটেলটির অন্য কর্মচারীরাও তাঁর ওপর হামলা চালায়। পরে লোকজন এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি, নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি; তারপরও কেন বিল ধরেছেন। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে গ্লাস ভেঙে আমার মুখে আঘাত করে।’
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন। আর গ্রেপ্তার আসামিদের আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ফেরত দেওয়া বাসি খাবারের টাকা দিতে না চাওয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পিটিয়ে আহত করেছেন হোটেল মালিক ও কর্মচারীরা। গতকাল শুক্রবার রাতে সফিপুর বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত পরিদর্শকের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দায়িত্ব পালন শেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মেহেদী হাসান। এ সময় তিনি সাদাপোশাকে ছিলেন। রাতের খাবারের জন্য রুটি, ডাল ও হালিম অর্ডার করেন। পরে সেসব খাবার দেওয়া হলে ডাল ও হালিম বাসি হওয়ায় তা থেকে দুর্গন্ধ বের হয়। তিনি খাবারে গন্ধ হওয়ায় খাবার না খেয়ে ফেরত দেন।
তবে খাবার ফেরত দিলেও তাঁর কাছে এসবের বিল দাবি করেন হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাস ভেঙে মেহেদীর মুখে আঘাত করেন। এ সময় হোটেলটির অন্য কর্মচারীরাও তাঁর ওপর হামলা চালায়। পরে লোকজন এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি, নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি; তারপরও কেন বিল ধরেছেন। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে গ্লাস ভেঙে আমার মুখে আঘাত করে।’
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন। আর গ্রেপ্তার আসামিদের আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৫ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে