গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ফেরত দেওয়া বাসি খাবারের টাকা দিতে না চাওয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পিটিয়ে আহত করেছেন হোটেল মালিক ও কর্মচারীরা। গতকাল শুক্রবার রাতে সফিপুর বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত পরিদর্শকের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দায়িত্ব পালন শেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মেহেদী হাসান। এ সময় তিনি সাদাপোশাকে ছিলেন। রাতের খাবারের জন্য রুটি, ডাল ও হালিম অর্ডার করেন। পরে সেসব খাবার দেওয়া হলে ডাল ও হালিম বাসি হওয়ায় তা থেকে দুর্গন্ধ বের হয়। তিনি খাবারে গন্ধ হওয়ায় খাবার না খেয়ে ফেরত দেন।
তবে খাবার ফেরত দিলেও তাঁর কাছে এসবের বিল দাবি করেন হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাস ভেঙে মেহেদীর মুখে আঘাত করেন। এ সময় হোটেলটির অন্য কর্মচারীরাও তাঁর ওপর হামলা চালায়। পরে লোকজন এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি, নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি; তারপরও কেন বিল ধরেছেন। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে গ্লাস ভেঙে আমার মুখে আঘাত করে।’
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন। আর গ্রেপ্তার আসামিদের আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ফেরত দেওয়া বাসি খাবারের টাকা দিতে না চাওয়ায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পিটিয়ে আহত করেছেন হোটেল মালিক ও কর্মচারীরা। গতকাল শুক্রবার রাতে সফিপুর বাজারের ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত পরিদর্শকের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দায়িত্ব পালন শেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মেহেদী হাসান। এ সময় তিনি সাদাপোশাকে ছিলেন। রাতের খাবারের জন্য রুটি, ডাল ও হালিম অর্ডার করেন। পরে সেসব খাবার দেওয়া হলে ডাল ও হালিম বাসি হওয়ায় তা থেকে দুর্গন্ধ বের হয়। তিনি খাবারে গন্ধ হওয়ায় খাবার না খেয়ে ফেরত দেন।
তবে খাবার ফেরত দিলেও তাঁর কাছে এসবের বিল দাবি করেন হোটেল মালিকের ছেলে অলিউল্লাহ ওরফে শান্ত। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে অলিউল্লাহ কাচের গ্লাস ভেঙে মেহেদীর মুখে আঘাত করেন। এ সময় হোটেলটির অন্য কর্মচারীরাও তাঁর ওপর হামলা চালায়। পরে লোকজন এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে হোটেল মালিকের মেয়ের জামাই সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়াত হোসেন, আব্দুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিবকে গ্রেপ্তার করে। তবে ঘটনার মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশে থাকা ছেলেকে আমি জিজ্ঞেস করেছি, নষ্ট থাকায় আমি হালিম ও ডাল খাইনি; তারপরও কেন বিল ধরেছেন। তখন সে উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে গ্লাস ভেঙে আমার মুখে আঘাত করে।’
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হোতা অলিউল্লাহ পালিয়ে গেছেন। আর গ্রেপ্তার আসামিদের আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে