নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বারবার চিঠি দিয়েও থামানো যাচ্ছে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে ভোট চাওয়ায় নির্বাচন কমিশন সতর্ক করার পরও ফের আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে সংস্থাটি দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে তাঁকে।
বৃহস্পতিবার ছুটির দিনেও সিইসিসহ অন্য কমিশনাররা অনানুষ্ঠানিক বৈঠক করে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। এ ছাড়া মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সশরীরে ইসিতে এসে ব্যাখ্যা দেওয়ার জন্য পুনরায় সিদ্ধান্ত নেয় কমিশন।
বৃহস্পতিবার রাতে ইসির জনসংযোগ কর্মকর্তা আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তার স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে এর আগে সতর্ক করা সত্ত্বেও প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণা করার ফলে আচরণবিধি মালার ৫ বিধি ভঙ্গের দায়ে কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ৭ মে বিকেল ৩টায় ব্যাখ্যা প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এছাড়া, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভা করে মেয়র প্রার্থীর আজমত উল্লা খান এর উপস্থিতিতে তাঁর পক্ষে ভোট চেয়ে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘন করেছেন। এ বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর একান্ত সচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বারবার চিঠি দিয়েও থামানো যাচ্ছে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে ভোট চাওয়ায় নির্বাচন কমিশন সতর্ক করার পরও ফের আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে সংস্থাটি দ্বিতীয় দফায় চিঠি দিয়েছে তাঁকে।
বৃহস্পতিবার ছুটির দিনেও সিইসিসহ অন্য কমিশনাররা অনানুষ্ঠানিক বৈঠক করে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। এ ছাড়া মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে সশরীরে ইসিতে এসে ব্যাখ্যা দেওয়ার জন্য পুনরায় সিদ্ধান্ত নেয় কমিশন।
বৃহস্পতিবার রাতে ইসির জনসংযোগ কর্মকর্তা আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তার স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে এর আগে সতর্ক করা সত্ত্বেও প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণা করার ফলে আচরণবিধি মালার ৫ বিধি ভঙ্গের দায়ে কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ৭ মে বিকেল ৩টায় ব্যাখ্যা প্রদান করতে সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এছাড়া, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভা করে মেয়র প্রার্থীর আজমত উল্লা খান এর উপস্থিতিতে তাঁর পক্ষে ভোট চেয়ে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘন করেছেন। এ বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তাঁর একান্ত সচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে