
গাজীপুরের শ্রীপুরে মো. ফারুক আহমেদ নামের এক মাদ্রাসাশিক্ষককে রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা ফারুককে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেওয়া হবে।
আহত মো. ফারুক আহমেদ (৩৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
অভিযুক্তরা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম ও তাঁর ছেলে আতিকুল ইসলামসহ কয়েকজন।
আহত ফারুক আহমেদের বড় ভাই মো. ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন হুমকি দিয়ে আসছিল। আজ মাদ্রাসায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে (অভিযুক্তদের বাড়ির পাশে) পথ রোধ করে ফারুককে মারধর করে। এ সময় দা দিয়ে মাথায় কোপ দেয়। দায়ের কোপে আমার ভাই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘আঘাতের পরিমাণ মারাত্মক। প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরে মো. ফারুক আহমেদ নামের এক মাদ্রাসাশিক্ষককে রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা ফারুককে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেওয়া হবে।
আহত মো. ফারুক আহমেদ (৩৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
অভিযুক্তরা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম ও তাঁর ছেলে আতিকুল ইসলামসহ কয়েকজন।
আহত ফারুক আহমেদের বড় ভাই মো. ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন হুমকি দিয়ে আসছিল। আজ মাদ্রাসায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে (অভিযুক্তদের বাড়ির পাশে) পথ রোধ করে ফারুককে মারধর করে। এ সময় দা দিয়ে মাথায় কোপ দেয়। দায়ের কোপে আমার ভাই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘আঘাতের পরিমাণ মারাত্মক। প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে