নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন। সকাল ৭টা ৪৭ মিনিট। গাজীপুর সিটি করপোরেশন এলাকার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কানাইয়া স্কুলে নিজের ভোট দেবেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
ভোট গ্রহণ শুরুর অল্প কিছুক্ষণ আগে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে গুটি কয়েক ভোটার অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ব্যস্ত সময় পার করছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা। তবে এ সময় এই কেন্দ্রের কয়েকটি বুথের সিসি ক্যামেরা মেরামত করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, এই কেন্দ্রের সাতটি বুথে ভোট দেবেন ২ হাজার ৩৫৬ জন ভোটার। অন্যদিকে গাজীপুরে ভোট সুষ্ঠু করতে এই নগরীর ৪৮০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় নিশ্চিত করেছেন। তবে কেন্দ্রে গিয়ে দেখা মেলে ভিন্ন পরিস্থিতি।
এ সব বিষয়ে জানতে কথা হয় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শামসুজ্জামানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বুথ নেব কী নেব না, ওটা নিয়ে ঝামেলা। লাস্টে ম্যাজিস্ট্রেট স্যার ফাইনালি বলছেন, ভোট নেওয়া যাবে। তাই ভোর ৫টার দিকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।’
দুই দিন আগেই লাগানোর কথা ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী বুথ নেওয়ার কথা ছিল। বৃষ্টি এলে ঝামেলা হতে পারে, তাই স্থায়ী বুথ নিয়েছি।’
নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ইভিএমে জীবনের প্রথম ভোট দেব। এটাই আমাদের নতুন অভিজ্ঞতা হবে।’
তবে ইভিএমএ মক ভোটের দাবি তোলেন এই ভোটার। ভোট সুষ্ঠু না হয়ে কোনো উপায় নেই বলে মনে করেন এই ব্যক্তি। তিনি বলেন, ‘স্মার্ট যুগে স্মার্ট মানুষ ভোট দেবে। এটা সুষ্ঠু না হয়ে উপায় নেই।’ একই ওয়ার্ডের আওলাদ হোসেনসহ আরও কয়েকজন তাঁর কথায় সায় দেন।

আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন। সকাল ৭টা ৪৭ মিনিট। গাজীপুর সিটি করপোরেশন এলাকার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কানাইয়া স্কুলে নিজের ভোট দেবেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
ভোট গ্রহণ শুরুর অল্প কিছুক্ষণ আগে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে গুটি কয়েক ভোটার অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ব্যস্ত সময় পার করছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা। তবে এ সময় এই কেন্দ্রের কয়েকটি বুথের সিসি ক্যামেরা মেরামত করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, এই কেন্দ্রের সাতটি বুথে ভোট দেবেন ২ হাজার ৩৫৬ জন ভোটার। অন্যদিকে গাজীপুরে ভোট সুষ্ঠু করতে এই নগরীর ৪৮০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় নিশ্চিত করেছেন। তবে কেন্দ্রে গিয়ে দেখা মেলে ভিন্ন পরিস্থিতি।
এ সব বিষয়ে জানতে কথা হয় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শামসুজ্জামানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বুথ নেব কী নেব না, ওটা নিয়ে ঝামেলা। লাস্টে ম্যাজিস্ট্রেট স্যার ফাইনালি বলছেন, ভোট নেওয়া যাবে। তাই ভোর ৫টার দিকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।’
দুই দিন আগেই লাগানোর কথা ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী বুথ নেওয়ার কথা ছিল। বৃষ্টি এলে ঝামেলা হতে পারে, তাই স্থায়ী বুথ নিয়েছি।’
নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ইভিএমে জীবনের প্রথম ভোট দেব। এটাই আমাদের নতুন অভিজ্ঞতা হবে।’
তবে ইভিএমএ মক ভোটের দাবি তোলেন এই ভোটার। ভোট সুষ্ঠু না হয়ে কোনো উপায় নেই বলে মনে করেন এই ব্যক্তি। তিনি বলেন, ‘স্মার্ট যুগে স্মার্ট মানুষ ভোট দেবে। এটা সুষ্ঠু না হয়ে উপায় নেই।’ একই ওয়ার্ডের আওলাদ হোসেনসহ আরও কয়েকজন তাঁর কথায় সায় দেন।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৫ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৭ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে