গাজীপুর প্রতিনিধি

ঈদ বোনাসসহ দুই মাসের বকেয়া না দিয়ে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় কাল (বৃহস্পতিবার) জেলা প্রশাসক কার্যালয়ে বকেয়া বেতন প্রদানের বিষয়ে মালিক–শ্রমিক পক্ষকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।
জানা যায়, গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকায় স্টাইলক্রাফট নামে তৈরি পোশাক কারখানাটিতে প্রায় তিন হাজারের মতো শ্রমিক কাজ করে। কারখানাটিতে জুন ও জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণে স্টাইল ক্র্যাফট পোশাক কারখানাটির কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা তৈরি হয়। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিক পক্ষের কাছে জুন, জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এর প্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু মালিক পক্ষ ১ তারিখে বেতন পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়। পাওনা বুঝে না পেয়ে গতকাল শ্রমিকেরা বাড়ি ফিরে যায়।
তারা জানান, আজ বুধবার সকালে ৮টার দিকে কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা গেটে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে কোন কিছু না জানিয়ে এভাবে হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় শ্রমিকেরা আন্দোলনে নামেন। উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রী ও পথচারীরা।
কারখানার শ্রমিক লতা সাবিনা ও মল্লিকা বলেন, ‘চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া থাকায় বাড়ি ভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। অনেকেই মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।’ তাই অবিলম্বে বেতন ভাতা পরিশোধে সরকার ও প্রশাসনের সহযোগিতা চান তারা।
শিল্প পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম জানান, বেতন ভাতা পরিশোধের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট জুন মাসের বেতন ও ৮ আগস্ট শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা।
কিন্তু মালিক পক্ষ বেতনাদি পরিশোধ না করেই কারখানা ছয় দিনের বন্ধ ঘোষণা করেন। বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন। তারা বিক্ষোভ মিছিল করে জয়দেবপুর ঢাকা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের জন্য মালিক পক্ষের সঙ্গে কথা বলেছে। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তবে মালিক পক্ষ জানিয়েছে, বেতনের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় কারখানা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত ইল ইভান জানান, ‘শ্রমিক অসন্তোষের বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নজরে আসলে তিনি মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
তিনি বলেন, পরে আন্দোলনরত শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক কারখানার মালিক পক্ষের সঙ্গে ফোনে আলোচনা করে বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা আহ্বান করেন। আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা তা মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে।’
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম জানান, ‘জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে মালিক ও শ্রমিক পক্ষের আলোচনা বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করা হয়। পরে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

ঈদ বোনাসসহ দুই মাসের বকেয়া না দিয়ে পোশাক কারখানা বন্ধের ঘোষণায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় কাল (বৃহস্পতিবার) জেলা প্রশাসক কার্যালয়ে বকেয়া বেতন প্রদানের বিষয়ে মালিক–শ্রমিক পক্ষকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।
জানা যায়, গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকায় স্টাইলক্রাফট নামে তৈরি পোশাক কারখানাটিতে প্রায় তিন হাজারের মতো শ্রমিক কাজ করে। কারখানাটিতে জুন ও জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণে স্টাইল ক্র্যাফট পোশাক কারখানাটির কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা তৈরি হয়। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিক পক্ষের কাছে জুন, জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এর প্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু মালিক পক্ষ ১ তারিখে বেতন পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়। পাওনা বুঝে না পেয়ে গতকাল শ্রমিকেরা বাড়ি ফিরে যায়।
তারা জানান, আজ বুধবার সকালে ৮টার দিকে কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা গেটে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে কোন কিছু না জানিয়ে এভাবে হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় শ্রমিকেরা আন্দোলনে নামেন। উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রী ও পথচারীরা।
কারখানার শ্রমিক লতা সাবিনা ও মল্লিকা বলেন, ‘চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া থাকায় বাড়ি ভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। অনেকেই মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।’ তাই অবিলম্বে বেতন ভাতা পরিশোধে সরকার ও প্রশাসনের সহযোগিতা চান তারা।
শিল্প পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম জানান, বেতন ভাতা পরিশোধের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট জুন মাসের বেতন ও ৮ আগস্ট শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা।
কিন্তু মালিক পক্ষ বেতনাদি পরিশোধ না করেই কারখানা ছয় দিনের বন্ধ ঘোষণা করেন। বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে আন্দোলনে নামেন। তারা বিক্ষোভ মিছিল করে জয়দেবপুর ঢাকা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের জন্য মালিক পক্ষের সঙ্গে কথা বলেছে। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তবে মালিক পক্ষ জানিয়েছে, বেতনের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় কারখানা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শোয়েব শাত ইল ইভান জানান, ‘শ্রমিক অসন্তোষের বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নজরে আসলে তিনি মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
তিনি বলেন, পরে আন্দোলনরত শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক কারখানার মালিক পক্ষের সঙ্গে ফোনে আলোচনা করে বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা আহ্বান করেন। আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা তা মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে।’
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া ইসলাম জানান, ‘জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে মালিক ও শ্রমিক পক্ষের আলোচনা বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করা হয়। পরে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৮ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে