গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর লোহাকৈর-লস্করচালা রাস্তার পাশে বনের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মো. বাদশা প্রমাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর সাকিনস্থ লোহাকৈর-লস্করচালা রাস্তার পাশে বনের ভেতরে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা গাজীপুর, বগুড়া, মানিকগঞ্জ, পাবনাসহ বিভিন্ন জেলায় ও থানা এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করে। তাদের মধ্যে মনিরের বিরুদ্ধে বিভিন্ন ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে তিনটি ও আল আমিনের নামে দুটি মামলা রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর লোহাকৈর এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর লোহাকৈর-লস্করচালা রাস্তার পাশে বনের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মো. বাদশা প্রমাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২)।
আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর সাকিনস্থ লোহাকৈর-লস্করচালা রাস্তার পাশে বনের ভেতরে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, হাইড্রোলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা গাজীপুর, বগুড়া, মানিকগঞ্জ, পাবনাসহ বিভিন্ন জেলায় ও থানা এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করে। তাদের মধ্যে মনিরের বিরুদ্ধে বিভিন্ন ১০টি মামলা, বাদশা প্রমাণিকের নামে তিনটি ও আল আমিনের নামে দুটি মামলা রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৭ মিনিট আগে