গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে ডাকাতেরা। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতের দল ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবারা রাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁরা দুজন হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৮) ও তাঁর ছেলে সৌরভ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনেরা বলেন, মানিক মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার সফিপুর বাজারের সিটি মার্কেটে স্বর্ণের ব্যবসা করে আসছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সোনিয়া জুয়েলার্স। নিরাপত্তার কথা চিন্তা করে দিন শেষে দোকানের স্বর্ণালংকার ও টাকা বাড়ি নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ির কাছেই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডাকাত সদস্যরা ছেলেসহ তাঁকে কুপিয়ে জখম করে।
এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী মানিক তাঁর বাড়ির কাছে পৌঁছালে পাঁচ-ছয়জন ডাকাত হামলা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ীর ওপর হামলা চালালেও স্বর্ণালংকার লুট করতে পারেনি দুষ্কৃতকারীরা। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে ডাকাতেরা। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতের দল ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবারা রাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁরা দুজন হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৮) ও তাঁর ছেলে সৌরভ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনেরা বলেন, মানিক মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার সফিপুর বাজারের সিটি মার্কেটে স্বর্ণের ব্যবসা করে আসছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সোনিয়া জুয়েলার্স। নিরাপত্তার কথা চিন্তা করে দিন শেষে দোকানের স্বর্ণালংকার ও টাকা বাড়ি নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ির কাছেই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডাকাত সদস্যরা ছেলেসহ তাঁকে কুপিয়ে জখম করে।
এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী মানিক তাঁর বাড়ির কাছে পৌঁছালে পাঁচ-ছয়জন ডাকাত হামলা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ীর ওপর হামলা চালালেও স্বর্ণালংকার লুট করতে পারেনি দুষ্কৃতকারীরা। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে