গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে ডাকাতেরা। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতের দল ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবারা রাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁরা দুজন হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৮) ও তাঁর ছেলে সৌরভ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনেরা বলেন, মানিক মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার সফিপুর বাজারের সিটি মার্কেটে স্বর্ণের ব্যবসা করে আসছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সোনিয়া জুয়েলার্স। নিরাপত্তার কথা চিন্তা করে দিন শেষে দোকানের স্বর্ণালংকার ও টাকা বাড়ি নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ির কাছেই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডাকাত সদস্যরা ছেলেসহ তাঁকে কুপিয়ে জখম করে।
এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী মানিক তাঁর বাড়ির কাছে পৌঁছালে পাঁচ-ছয়জন ডাকাত হামলা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ীর ওপর হামলা চালালেও স্বর্ণালংকার লুট করতে পারেনি দুষ্কৃতকারীরা। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

গাজীপুরের কালিয়াকৈরে স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে ডাকাতেরা। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতের দল ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবারা রাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁরা দুজন হলেন কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. মানিক মিয়া (৪৮) ও তাঁর ছেলে সৌরভ হোসেন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনেরা বলেন, মানিক মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার সফিপুর বাজারের সিটি মার্কেটে স্বর্ণের ব্যবসা করে আসছেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সোনিয়া জুয়েলার্স। নিরাপত্তার কথা চিন্তা করে দিন শেষে দোকানের স্বর্ণালংকার ও টাকা বাড়ি নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। বাড়ির কাছেই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডাকাত সদস্যরা ছেলেসহ তাঁকে কুপিয়ে জখম করে।
এ সময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা কামাল বলেন, ব্যবসায়ী মানিক তাঁর বাড়ির কাছে পৌঁছালে পাঁচ-ছয়জন ডাকাত হামলা চালায়। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ীর ওপর হামলা চালালেও স্বর্ণালংকার লুট করতে পারেনি দুষ্কৃতকারীরা। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১০ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৫ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৯ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে