
গাজীপুরের শ্রীপুরে সাত দিনের মেয়েশিশু রেখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একটি বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ময়মনসিংহ কমিউনিটি বেজড হাসপাতালে নেওয়ার পর আজ বুধবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত গৃহবধূ সোমা আক্তার (২৬) শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের আল আমিনের স্ত্রী।
নিহতের চাচা শ্বশুর রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) মাওনা চৌরাস্তা এলাকার মাওনা ল্যাবএইড হাসপাতালে ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক মেয়েশিশুর জন্ম হয়। এর দুই দিন পর তিনি সুস্থ হলে হাসপাতালে চিকিৎসক তাঁকে রিলিজ করে বাড়িতে পাঠান।
বাড়িতে আসার এক দিন পর থেকে সোমা আক্তার জ্বরে আক্রান্ত হন। শরীরে বেশি জ্বর অনুভব হলে মাওনা ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা পর আজ বুধবার সকালে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরে এখানকার চিকিৎসকের পরামর্শে তাঁর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ভর্তি করানোর পরপরই হাসপাতালে চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলাকালে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।
রাশেদুল ইসলাম আরও বলেন, ওই গৃহবধূর সাত দিনের শিশু বর্তমানে সুস্থ রয়েছে। ইতিমধ্যে গৃহবধূর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে মাওনা ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন, ‘গত বুধবার ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশন হয়। এরপর মা ও নবজাতককে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। আজ সকালে গৃহবধূর স্বজনেরা তাঁর অসুস্থতার বিষয়টি জানান। এরপর হাসপাতালে নিয়ে আসার জন্য বলি।’
হাসপাতালে নিয়ে আসার পরপরই সব পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীকালে হাসপাতালে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ কমিউনিটি বেজড হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি।’

গাজীপুরের শ্রীপুরে সাত দিনের মেয়েশিশু রেখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একটি বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ময়মনসিংহ কমিউনিটি বেজড হাসপাতালে নেওয়ার পর আজ বুধবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত গৃহবধূ সোমা আক্তার (২৬) শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের আল আমিনের স্ত্রী।
নিহতের চাচা শ্বশুর রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) মাওনা চৌরাস্তা এলাকার মাওনা ল্যাবএইড হাসপাতালে ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক মেয়েশিশুর জন্ম হয়। এর দুই দিন পর তিনি সুস্থ হলে হাসপাতালে চিকিৎসক তাঁকে রিলিজ করে বাড়িতে পাঠান।
বাড়িতে আসার এক দিন পর থেকে সোমা আক্তার জ্বরে আক্রান্ত হন। শরীরে বেশি জ্বর অনুভব হলে মাওনা ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা পর আজ বুধবার সকালে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরে এখানকার চিকিৎসকের পরামর্শে তাঁর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ভর্তি করানোর পরপরই হাসপাতালে চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলাকালে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।
রাশেদুল ইসলাম আরও বলেন, ওই গৃহবধূর সাত দিনের শিশু বর্তমানে সুস্থ রয়েছে। ইতিমধ্যে গৃহবধূর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে মাওনা ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন, ‘গত বুধবার ওই গৃহবধূর সিজারিয়ান অপারেশন হয়। এরপর মা ও নবজাতককে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। আজ সকালে গৃহবধূর স্বজনেরা তাঁর অসুস্থতার বিষয়টি জানান। এরপর হাসপাতালে নিয়ে আসার জন্য বলি।’
হাসপাতালে নিয়ে আসার পরপরই সব পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীকালে হাসপাতালে চিকিৎসক তাঁকে ময়মনসিংহ কমিউনিটি বেজড হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত কোনো রোগী মারা যায়নি।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
৩০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে