
গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আনতে যাচ্ছিল একটি বাস। এতে ছিলেন কাওরাইদ এলাকায় রাখা অপর এক বাসের চালক মফিজ উদ্দিন (৪০)। বাসটি নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দুর্ঘটনায় এক বাসচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি গ্রীনস্মার্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিহত মফিজ উদ্দিন সোহাদিয়া থেকে ওই বাসে চেপে কাওরাইদ এলাকা থাকা তাঁর বাসটি আনতে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে নলজোরা সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মো. মফিজ উদ্দিন চালকের পাশের ছিটে বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগে। এতে মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে তাঁর গায়ে পড়ে। খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চালক গুরুতর আহত হন।

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আনতে যাচ্ছিল একটি বাস। এতে ছিলেন কাওরাইদ এলাকায় রাখা অপর এক বাসের চালক মফিজ উদ্দিন (৪০)। বাসটি নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দুর্ঘটনায় এক বাসচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি গ্রীনস্মার্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিহত মফিজ উদ্দিন সোহাদিয়া থেকে ওই বাসে চেপে কাওরাইদ এলাকা থাকা তাঁর বাসটি আনতে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে নলজোরা সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মো. মফিজ উদ্দিন চালকের পাশের ছিটে বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগে। এতে মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে তাঁর গায়ে পড়ে। খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চালক গুরুতর আহত হন।

গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৪ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
৭ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে