Ajker Patrika

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৩০
শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আনতে যাচ্ছিল একটি বাস। এতে ছিলেন কাওরাইদ এলাকায় রাখা অপর এক বাসের চালক মফিজ উদ্দিন (৪০)। বাসটি নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দুর্ঘটনায় এক বাসচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি গ্রীনস্মার্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিহত মফিজ উদ্দিন সোহাদিয়া থেকে ওই বাসে চেপে কাওরাইদ এলাকা থাকা তাঁর বাসটি আনতে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে নলজোরা সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মো. মফিজ উদ্দিন চালকের পাশের ছিটে বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগে। এতে মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে তাঁর গায়ে পড়ে। খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চালক গুরুতর আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত