গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বন্ধ ঘোষণা করা দুইটি তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
কারখানা শ্রমিকেরা জানান, শ্রমিক অসন্তুষ্টি কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুসারে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকেরা তা মেনে নেয়নি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকেরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়।
জানা যায়, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ীতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
যানজটে আটকে থাকা টাঙ্গাইলগামী যাত্রী আবুল কাশেম বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে জ্যামে আটকা আছি। যাত্রী সবাই নেমে গেছে। এলাকায় গিয়ে কোনো কাজ করতে পারব না।

পিকআপ ভ্যানচালক শফিকুল বলেন, ‘আমি প্রায় আড়াই ঘণ্টা যাবৎ বসে আছি। গাড়িতে কাঁচামাল রয়েছে। সময়মতো যেতে না পারলে এ সব পণ্য নষ্ট হয়ে যাবে। আড়ত থেকে বারবার ফোন দিচ্ছ।
পথচারী আয়েশা বলেন, ছোট বাচ্চা নিয়ে পায়ে হেঁটে আসতেছি। আন্দোলন করবে তারা, ভোগান্তি আমাদের।
গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানাটা অভ্যন্তরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা চলছে। শ্রমিকদের দাবিগুলো নিরসন করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বন্ধ ঘোষণা করা দুইটি তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
কারখানা শ্রমিকেরা জানান, শ্রমিক অসন্তুষ্টি কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুসারে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকেরা তা মেনে নেয়নি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকেরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়।
জানা যায়, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ীতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
যানজটে আটকে থাকা টাঙ্গাইলগামী যাত্রী আবুল কাশেম বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে জ্যামে আটকা আছি। যাত্রী সবাই নেমে গেছে। এলাকায় গিয়ে কোনো কাজ করতে পারব না।

পিকআপ ভ্যানচালক শফিকুল বলেন, ‘আমি প্রায় আড়াই ঘণ্টা যাবৎ বসে আছি। গাড়িতে কাঁচামাল রয়েছে। সময়মতো যেতে না পারলে এ সব পণ্য নষ্ট হয়ে যাবে। আড়ত থেকে বারবার ফোন দিচ্ছ।
পথচারী আয়েশা বলেন, ছোট বাচ্চা নিয়ে পায়ে হেঁটে আসতেছি। আন্দোলন করবে তারা, ভোগান্তি আমাদের।
গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানাটা অভ্যন্তরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা চলছে। শ্রমিকদের দাবিগুলো নিরসন করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৭ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২০ মিনিট আগে