কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাড়ির মালিকের নাম শাহাদৎ হোসেন (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
এরপর রাতে স্বামী বাসায় এলে তিনি ধর্ষণের ঘটনাটি জানান। ওই রাতেই তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করেন শাহাদৎ হোসেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের মামলা করার পরামর্শ দিলে তাঁরা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। অপর দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ওই বাড়িওয়ালা আমাকে কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।’
এ বিষয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বাড়ির মালিকের নাম শাহাদৎ হোসেন (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাঁর স্বামীসহ উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় শাহাদৎ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ির মালিক শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারী রাজি না হওয়ায় গত সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে ঘরে ঢুকে তাঁকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
এরপর রাতে স্বামী বাসায় এলে তিনি ধর্ষণের ঘটনাটি জানান। ওই রাতেই তাঁর স্বামী বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য গালিগালাজ করেন শাহাদৎ হোসেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের মামলা করার পরামর্শ দিলে তাঁরা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করে। অপর দিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ওই বাড়িওয়ালা আমাকে কয়েকবার মারতে আসেন। পরে নানা ভয়ভীতি দেখিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেন।’
এ বিষয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২২ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩১ মিনিট আগে