গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর আওয়ামী লীগে কোনো বিশ্বাসঘাতক ও মীরজাফরদের জায়গা হবে না। আওয়ামী লীগের আগাছা পরিষ্কার করে নেত্রী দল গোছানোর নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান আজ বুধবার এক সভায় এমন ঘোষণা দেন।
গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ের পর গত ২৮ মে দলীয় সভাপতি শেখ হাসিনা নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে গণভবনে ডেকে নেন।
সেখানে নির্বাচনের আদ্যোপান্ত জানার পর আজমত উল্লাকে দলের ভেতর থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দলীয় প্রধান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশের অংশ হিসেবে কাশিমপুর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানসহ অনেকে।
বেলা ৩টার দিকে কোনাবাড়ী আওয়ামী লীগের সভা দলীয় কার্যালয়ে হয় এই সভা। সভায় গাজীপুর সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে এবং টেবিল ঘড়ির পক্ষে যেসব নেতা-কর্মী ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘কারা নৌকার বিরুদ্ধে ও টেবিল ঘড়ির পক্ষে কাজ করেছে, প্রকাশ্যে তাঁদের নাম বলতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা গোপনে লিখিতভাবে জানান।’ সভায় উপস্থিত অনেক নেতা-কর্মী ‘চিহ্নিত বিশ্বাসঘাতকদের’ নামের তালিকা করে আজমত উল্লার কাছে হস্তান্তর করেন।
আজমত উল্লা খান জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভাগুলো মহানগরীর সংসদীয় এলাকা ভিত্তিক আয়োজন করা হয়েছে। প্রথম ধাপে গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো নিয়ে সভা শুরু হয়েছে। প্রথমদিন কোনাবাড়ি ও কাশিমপুর থানার সভা অনুষ্ঠিত হয়েছে। এ আসনের অপর থানা বাসন থানা আওয়ামী লীগের সভা আগামী ২ জুন হবে। এরপরে গাজীপুর-২ সংসদীয় এলাকার অন্তর্গত কাউলতিয়া সাংগঠনিক থানা ও সদর থানা আওয়ামী লীগের সভা ৩ জুন, গাছা থানা আওয়ামী লীগের সভা ৫ জুন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সভা ৮ জুন অনুষ্ঠিত হবে। এসব সভায় স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত থাকবেন। গাজীপুর ৫ আসনের অন্তর্গত মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের সভা ৭ জুন অনুষ্ঠিত হবে। এ সভায় স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি উপস্থিত থাকবেন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগে কোনো বিশ্বাসঘাতক ও মীরজাফরদের জায়গা হবে না। আওয়ামী লীগের আগাছা পরিষ্কার করে নেত্রী দল গোছানোর নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান আজ বুধবার এক সভায় এমন ঘোষণা দেন।
গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ের পর গত ২৮ মে দলীয় সভাপতি শেখ হাসিনা নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে গণভবনে ডেকে নেন।
সেখানে নির্বাচনের আদ্যোপান্ত জানার পর আজমত উল্লাকে দলের ভেতর থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দলীয় প্রধান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশের অংশ হিসেবে কাশিমপুর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানসহ অনেকে।
বেলা ৩টার দিকে কোনাবাড়ী আওয়ামী লীগের সভা দলীয় কার্যালয়ে হয় এই সভা। সভায় গাজীপুর সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে এবং টেবিল ঘড়ির পক্ষে যেসব নেতা-কর্মী ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘কারা নৌকার বিরুদ্ধে ও টেবিল ঘড়ির পক্ষে কাজ করেছে, প্রকাশ্যে তাঁদের নাম বলতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা গোপনে লিখিতভাবে জানান।’ সভায় উপস্থিত অনেক নেতা-কর্মী ‘চিহ্নিত বিশ্বাসঘাতকদের’ নামের তালিকা করে আজমত উল্লার কাছে হস্তান্তর করেন।
আজমত উল্লা খান জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভাগুলো মহানগরীর সংসদীয় এলাকা ভিত্তিক আয়োজন করা হয়েছে। প্রথম ধাপে গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো নিয়ে সভা শুরু হয়েছে। প্রথমদিন কোনাবাড়ি ও কাশিমপুর থানার সভা অনুষ্ঠিত হয়েছে। এ আসনের অপর থানা বাসন থানা আওয়ামী লীগের সভা আগামী ২ জুন হবে। এরপরে গাজীপুর-২ সংসদীয় এলাকার অন্তর্গত কাউলতিয়া সাংগঠনিক থানা ও সদর থানা আওয়ামী লীগের সভা ৩ জুন, গাছা থানা আওয়ামী লীগের সভা ৫ জুন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সভা ৮ জুন অনুষ্ঠিত হবে। এসব সভায় স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত থাকবেন। গাজীপুর ৫ আসনের অন্তর্গত মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের সভা ৭ জুন অনুষ্ঠিত হবে। এ সভায় স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি উপস্থিত থাকবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে