Ajker Patrika

ট্রালারের সামনে বজ্রপাত, নদীতে পড়ে যুবক নিখোঁজ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ট্রালারের সামনে বজ্রপাত, নদীতে পড়ে যুবক নিখোঁজ

গাজীপুর কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বজ্রপাতের সময় ট্রালার থেকে পড়ে গিয়ে রুপাই হোসেন (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ট্রলারটি শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

রুপাই কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তাঁরা উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। মধ্যরাত পর্যন্ত নিখোঁজের সন্ধান না পেয়ে ওইদিনের মত উদ্ধার কাজ শেষে হয়।’ 

ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. আজাদ পারভেজ বলেন, ‘বজ্রপাতটি ট্রলারের একটু সামনে পড়ায় অনেকেই ভয় পায়। ট্রলারের পিছনে বসা রুপাই নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কালীগঞ্জ পৌর এলাকার বাঘেরপাড়া গ্রাম থেকে একটি পিকনিকের ইঞ্জিন চালিত ট্রলার শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিলো। ট্রলারটি সন্ধ্যায় উপজেলার সাওরাইদ এলাকায় বজ্রপাতের কবলে পড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত