গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন শিল্প-কারখানার কর্মজীবী মানুষ। ঈদকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে যানবাহনের চাপ বাড়লেও দুপুর পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বস্তিদায়ক পরিবেশে শুরু হয়েছে এবারের ঈদযাত্রা।
দীর্ঘ ১০ দিনের ঈদের ছুটিতে কর্মস্থল ছাড়ছেন অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। প্রশাসনের লক্ষ্য, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানী থেকে দেশের উত্তরাঞ্চলগামী প্রবেশমুখ হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কোথাও যানজট ছিল না। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থায় কাজ করছে পুলিশ। ভোর থেকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা দিয়ে যাত্রা শুরু করেছেন অনেকে। অনেকেই পরিবারকে আগে পাঠিয়ে দিচ্ছেন। যাত্রীদের হাতে ব্যাগ ও মাথায় বস্তা দেখা গেছে।
অনেক যাত্রী অভিযোগ করেছেন, সাধারণ সময়ের তুলনায় বাসভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জগামী একতা পরিবহনের হেলপার আলমগীর জানান, সকাল থেকেই যাত্রীর চাপ বাড়ছে। দুপুরের পর কারখানা ছুটি হলে চাপ আরও বাড়বে।
সিরাজগঞ্জের বাসিন্দা পোশাক শ্রমিক খোরশেদ আলম বলেন, ‘নাইট ডিউটি শেষে সকালে রওনা হয়েছি। সড়কে তেমন ভিড় নেই। মনে হচ্ছে আরামে বাড়ি পৌঁছাতে পারব। তবে বিকেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।’
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে, যার মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কর্মরত লাখো শ্রমিক যেন একযোগে রাস্তায় বেরিয়ে যানজট সৃষ্টি না করে, সে জন্য তিন দিন ধরে ছুটি দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার ১০ ভাগ, গতকাল বুধবার ৪০ ভাগ এবং বৃহস্পতিবার বাকি ৫০ ভাগ কারখানায় ছুটি দেওয়া হবে। ফলে বুধবার পর্যন্ত মহাসড়কে চাপ সহনীয় ছিল।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগ। অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, যানজট নিরসনে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চন্দ্রায় ৫৯৭ ও মাওনায় ২০০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মহাসড়কে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম জানান, যানজট এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল নাগাদ চাপ আরও বাড়তে পারে।
জেলা প্রশাসক নাফিসা আরেফিন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন শিফটে কাজ করবেন। রেলস্টেশন, চন্দ্রা ও মাওনার মতো ব্যস্ত এলাকায় তারা মোতায়েন থাকবেন।
ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, যানজট ও জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করেই কাজ করছে সিটি করপোরেশন।
প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হবে।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন শিল্প-কারখানার কর্মজীবী মানুষ। ঈদকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে যানবাহনের চাপ বাড়লেও দুপুর পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বস্তিদায়ক পরিবেশে শুরু হয়েছে এবারের ঈদযাত্রা।
দীর্ঘ ১০ দিনের ঈদের ছুটিতে কর্মস্থল ছাড়ছেন অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। প্রশাসনের লক্ষ্য, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানী থেকে দেশের উত্তরাঞ্চলগামী প্রবেশমুখ হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কোথাও যানজট ছিল না। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থায় কাজ করছে পুলিশ। ভোর থেকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা দিয়ে যাত্রা শুরু করেছেন অনেকে। অনেকেই পরিবারকে আগে পাঠিয়ে দিচ্ছেন। যাত্রীদের হাতে ব্যাগ ও মাথায় বস্তা দেখা গেছে।
অনেক যাত্রী অভিযোগ করেছেন, সাধারণ সময়ের তুলনায় বাসভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জগামী একতা পরিবহনের হেলপার আলমগীর জানান, সকাল থেকেই যাত্রীর চাপ বাড়ছে। দুপুরের পর কারখানা ছুটি হলে চাপ আরও বাড়বে।
সিরাজগঞ্জের বাসিন্দা পোশাক শ্রমিক খোরশেদ আলম বলেন, ‘নাইট ডিউটি শেষে সকালে রওনা হয়েছি। সড়কে তেমন ভিড় নেই। মনে হচ্ছে আরামে বাড়ি পৌঁছাতে পারব। তবে বিকেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।’
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে, যার মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কর্মরত লাখো শ্রমিক যেন একযোগে রাস্তায় বেরিয়ে যানজট সৃষ্টি না করে, সে জন্য তিন দিন ধরে ছুটি দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার ১০ ভাগ, গতকাল বুধবার ৪০ ভাগ এবং বৃহস্পতিবার বাকি ৫০ ভাগ কারখানায় ছুটি দেওয়া হবে। ফলে বুধবার পর্যন্ত মহাসড়কে চাপ সহনীয় ছিল।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগ। অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, যানজট নিরসনে প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চন্দ্রায় ৫৯৭ ও মাওনায় ২০০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মহাসড়কে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম জানান, যানজট এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল নাগাদ চাপ আরও বাড়তে পারে।
জেলা প্রশাসক নাফিসা আরেফিন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন শিফটে কাজ করবেন। রেলস্টেশন, চন্দ্রা ও মাওনার মতো ব্যস্ত এলাকায় তারা মোতায়েন থাকবেন।
ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, যানজট ও জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করেই কাজ করছে সিটি করপোরেশন।
প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হবে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৪০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে