ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। দেড় দশকেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান রোকন প্রথম দিকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও নব্বইয়ের দশকের শেষের দিকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি গাইবান্ধা-৫ আসনের সাবেক সাংসদ ও প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। তাঁর লবিংয়ে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দীর্ঘদিন যুবলীগের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদটি ধরে রাখেন।
অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ দখল করেছেন এবং কলেজকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী মতাদর্শের লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
ওসি বলেন, ‘আমরা তাঁকে আদালতে সোপর্দ করব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।’

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। দেড় দশকেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুজ্জামান রোকন প্রথম দিকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও নব্বইয়ের দশকের শেষের দিকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি গাইবান্ধা-৫ আসনের সাবেক সাংসদ ও প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। তাঁর লবিংয়ে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দীর্ঘদিন যুবলীগের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদটি ধরে রাখেন।
অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ দখল করেছেন এবং কলেজকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী মতাদর্শের লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
ওসি বলেন, ‘আমরা তাঁকে আদালতে সোপর্দ করব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১০ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে