Ajker Patrika

ঈদের আগের দিন গাইবান্ধায় সড়কে ঝরল ৬ প্রাণ

গাইবান্ধা প্রতিনিধি
ঈদের আগের দিন গাইবান্ধায় সড়কে ঝরল ৬ প্রাণ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় ঈদের আগের দিন আজ শুক্রবার সড়কে ছয়জনের প্রাণ ঝরেছে। গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। বিকেল ৪টার দিকে পলাশবাড়ী উপজেলার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রাণের ছেলে ইমরুল (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটোরিকশার চালক গনি মিয়া (৪০)। নিহতরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ লাশ করেছে। ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করতে পারলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বর্তমানে বাসটি থানায় রয়েছে।

এদিকে সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথায় ঢাকাগামী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামের এক বাসের সুপার ভাইজার নিহত হন। এ ছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বোগদহ কলোনি এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত চারজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত