সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ খন্দকার সোয়ায়েব আলমগীর সীনের (১২) সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে সীন নিখোঁজ হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দারুল এহসান মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
এ বিষয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গতকাল শনিবার রাতে নিখোঁজ ছেলের নানা মো. মোফাজ্জল হোসেন জিডি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় সোয়ায়েব আলমগীর সীন। তার মুখের আকৃতি গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট, ওজন ৪০ কেজি।
সীনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয় নিখোঁজ হওয়ার দিন আসরের নামাজের পর। সেদিন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরে খেলার কথা বলে বেরিয়ে যায় সে। মাগরিবের নামাজের পর বাড়ি না ফিরলে তার নানা-নানিকে খোঁজ নিতে বলি। তখন তাঁরা বলেন, হয়তো আছে কোথাও। একটু পরই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না।’ এই কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম।
নিখোঁজ সীনের নানা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়ে জামাইয়ের বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রামের উলিপুরে। ঈদের আগের দিন নাতিকে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মেয়ে এসেছে ঈদের পরদিন। সেদিনই সন্ধ্যার পর থেকে নাতিকে আর খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমার মেয়েটা পাগলপ্রায়। কী বলে যে ওকে সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ খন্দকার সোয়ায়েব আলমগীর সীনের (১২) সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে সীন নিখোঁজ হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দারুল এহসান মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
এ বিষয় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, গতকাল শনিবার রাতে নিখোঁজ ছেলের নানা মো. মোফাজ্জল হোসেন জিডি করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে খুঁজে পেতে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যায় বলরাম এলাকা থেকে নিখোঁজ হয় সোয়ায়েব আলমগীর সীন। তার মুখের আকৃতি গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট, ওজন ৪০ কেজি।
সীনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তার মা মরিয়ম বেগম বলেন, ‘ছেলের সঙ্গে সর্বশেষ দেখা ও কথা হয় নিখোঁজ হওয়ার দিন আসরের নামাজের পর। সেদিন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফিরে খেলার কথা বলে বেরিয়ে যায় সে। মাগরিবের নামাজের পর বাড়ি না ফিরলে তার নানা-নানিকে খোঁজ নিতে বলি। তখন তাঁরা বলেন, হয়তো আছে কোথাও। একটু পরই হয়তো এসে যাবে। কিন্তু সে তো আসছে না।’ এই কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম।
নিখোঁজ সীনের নানা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়ে জামাইয়ের বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রামের উলিপুরে। ঈদের আগের দিন নাতিকে মেয়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। মেয়ে এসেছে ঈদের পরদিন। সেদিনই সন্ধ্যার পর থেকে নাতিকে আর খুঁজে পাচ্ছি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমার মেয়েটা পাগলপ্রায়। কী বলে যে ওকে সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে