পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২৩ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৬ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৯ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪২ মিনিট আগে