Ajker Patrika

৩৭ লাখ টাকাসহ আটক প্রকৌশলীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

নাটোর প্রতিনিধি 
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৫: ১৩
৩৭ লাখ টাকাসহ আটক প্রকৌশলীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাওয়া টাকা। ছবি: আজকের পত্রিকা

প্রাইভেট কার ও প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে যথাসময়ে হাজির হতে হবে—এমন মুচলেকা নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ছাবিউলকে নাটোরের সিংড়া থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাহী প্রকৌশলী ছাবিউল টাকাগুলো নিজের বলে দাবি করেছেন। আমরা জিডি করে জব্দ তালিকামূলে তা দুদক ও আদালতে পাঠাব। এটা যে তাঁর টাকা, তা তিনি সেখান থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে তাঁকে যথাসময়ে হাজির হতে হবে এমন মুচলেকা নিয়ে তাঁকে সন্ধ্যার আগে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া চলনবিল গেট এলাকায় পুলিশ ছাবিউলের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে। তবে ছাবিউল পুলিশকে জানান, এই টাকা জমি বিক্রির এবং গাইবান্ধা থেকে তা নিয়ে তিনি রাজশাহী নগরীর নিজ বাসায় যাচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত