গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বন্ধকি ক্যামেরা বেচে দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে হত্যা করে সেফটিক ট্যাংকের মধ্যে রাখার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।
নিহতের নাম সম্রাট (১৬)। সে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সম্রাটের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামের এক কিশোরের (১৭) সঙ্গে সম্রাটের একই শ্রেণিতে পড়ার সুবাদে বন্ধুত্ব হয়। তারা অনলাইনে জুয়ায় আসক্ত হয়। একপর্যায়ে ওই কিশোর জুয়ার টাকা জোগাড় করতে সম্রাটের কাছে একটি ডিএসএলআর ক্যামেরা বন্ধক রাখে। কিছুদিন পরে সম্রাট ক্যামেরার টাকা চাইলে সে দিতে পারেনি। এই ঘটনায় সম্রাট ক্যামেরাটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
পুলিশ ও স্থানীয়রা আরও জানান, গত ১৭ এপ্রিল ওই কিশোর টাকা জোগাড় করে ক্যামেরাটি নিতে চাইলে তা বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় সম্রাট। পরে ওই কিশোর কৌশলে সম্রাটকে বাড়িতে এনে হত্যা করে তাঁর বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংকে রেখে দেয়। সম্রাট নিখোঁজ থাকায় তার পরিবার ওই কিশোরকে সন্দেহ করে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ ওই দিন সেই কিশোরসহ আরেক কিশোরকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

গাইবান্ধার সাঘাটায় বন্ধকি ক্যামেরা বেচে দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে হত্যা করে সেফটিক ট্যাংকের মধ্যে রাখার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আজ শনিবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।
নিহতের নাম সম্রাট (১৬)। সে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সম্রাটের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম বাটি গ্রামের এক কিশোরের (১৭) সঙ্গে সম্রাটের একই শ্রেণিতে পড়ার সুবাদে বন্ধুত্ব হয়। তারা অনলাইনে জুয়ায় আসক্ত হয়। একপর্যায়ে ওই কিশোর জুয়ার টাকা জোগাড় করতে সম্রাটের কাছে একটি ডিএসএলআর ক্যামেরা বন্ধক রাখে। কিছুদিন পরে সম্রাট ক্যামেরার টাকা চাইলে সে দিতে পারেনি। এই ঘটনায় সম্রাট ক্যামেরাটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
পুলিশ ও স্থানীয়রা আরও জানান, গত ১৭ এপ্রিল ওই কিশোর টাকা জোগাড় করে ক্যামেরাটি নিতে চাইলে তা বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় সম্রাট। পরে ওই কিশোর কৌশলে সম্রাটকে বাড়িতে এনে হত্যা করে তাঁর বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংকে রেখে দেয়। সম্রাট নিখোঁজ থাকায় তার পরিবার ওই কিশোরকে সন্দেহ করে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ ওই দিন সেই কিশোরসহ আরেক কিশোরকে আটক করে জিজ্ঞাসা বাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৮ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
২৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
৩১ মিনিট আগে