গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের এক নেত্রীকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা পলাশবাড়ী উপজেলা কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্যের কমিটিতে অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়।
তিনি বর্তমানে উপজেলার হোসেনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ছাড়া সাংগঠনিক পদে নাছিমা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই উপজেলার বরিশাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘অরজিনা পারভিন ও নাছিমা বেগম দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা বিগত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে তাঁরা কোনো পদে ছিলেন সেটা আমার এই মুহূর্তে জানা নেই।’
তবে এই বক্তব্য অস্বীকার করে আরজিনা পারভীন চাঁদনী বলেন, ‘আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করে এবং এখনো একজন জনপ্রতিনিধি।’ এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পলাশবাড়ী মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে।’ অনতিবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, ‘সাড়ে ১৫ বছরের লড়াই-সংগ্রামে যাদের কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেননি, তারা কীভাবে পদ পান?’

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উপজেলা মহিলা দলের কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢোকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের দলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে।’

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের এক নেত্রীকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা করছেন নিটিজেনরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ ডিসেম্বর জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমী আকতার তমা পলাশবাড়ী উপজেলা কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্যের কমিটিতে অরজিনা পারভীন চাঁদনীকে মহিলা দলের সভাপতি করা হয়।
তিনি বর্তমানে উপজেলার হোসেনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ছাড়া সাংগঠনিক পদে নাছিমা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও একই উপজেলার বরিশাল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘অরজিনা পারভিন ও নাছিমা বেগম দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা বিগত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে তাঁরা কোনো পদে ছিলেন সেটা আমার এই মুহূর্তে জানা নেই।’
তবে এই বক্তব্য অস্বীকার করে আরজিনা পারভীন চাঁদনী বলেন, ‘আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করে এবং এখনো একজন জনপ্রতিনিধি।’ এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পলাশবাড়ী মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে।’ অনতিবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের সহসভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, ‘সাড়ে ১৫ বছরের লড়াই-সংগ্রামে যাদের কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেননি, তারা কীভাবে পদ পান?’

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উপজেলা মহিলা দলের কমিটির বিষয়ে তিনি কিছু জানেন না। বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢোকায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের দলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে