গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শক্রবার সকালে উপজেলার দাঁড়িয়াপুর–ধর্মপুর কৈমারা ব্রিজের পাশ থেকে আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মৃত্যু হলে লাশ বাড়িতে নেন স্বজনেরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইউপি সদস্যের নাম মোস্তাক আহম্মেদ। তিনি খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সমর্থক।
স্থানীয়রা জানায়, মোস্তাক আহম্মেদ গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত কাজ শেষ করে গভীর রাতে মোটরসাইকেল করে তাঁর এক সহযোগীকে নিয়ে কাবিলের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দাঁড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তাঁর সঙ্গে থাকা জনৈক ব্যক্তিসহ তিনি আহত হয়ে কৈমারা ব্রিজের পাশে পড়ে থাকেন।
সাজু মিয়া নামের এক ব্যক্তি তাঁদের দুজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই তাঁর মোটরসাইকেল রাখা ছিল।
হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, মোস্তাক মেম্বারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে মোস্তাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, মোস্তাক আহম্মেদের স্ত্রী মিনারা বেগম তাঁর স্বামীর মৃত্যুর সঠিক কারণ জানতে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে মোস্তাক আহম্মেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শক্রবার সকালে উপজেলার দাঁড়িয়াপুর–ধর্মপুর কৈমারা ব্রিজের পাশ থেকে আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মৃত্যু হলে লাশ বাড়িতে নেন স্বজনেরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইউপি সদস্যের নাম মোস্তাক আহম্মেদ। তিনি খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সমর্থক।
স্থানীয়রা জানায়, মোস্তাক আহম্মেদ গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত কাজ শেষ করে গভীর রাতে মোটরসাইকেল করে তাঁর এক সহযোগীকে নিয়ে কাবিলের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দাঁড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তাঁর সঙ্গে থাকা জনৈক ব্যক্তিসহ তিনি আহত হয়ে কৈমারা ব্রিজের পাশে পড়ে থাকেন।
সাজু মিয়া নামের এক ব্যক্তি তাঁদের দুজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই তাঁর মোটরসাইকেল রাখা ছিল।
হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, মোস্তাক মেম্বারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে মোস্তাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, মোস্তাক আহম্মেদের স্ত্রী মিনারা বেগম তাঁর স্বামীর মৃত্যুর সঠিক কারণ জানতে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে মোস্তাক আহম্মেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৫ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৫ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে