ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নৌকার কর্মী সমর্থকেরা। তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগের দাবিতে ফুলছড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নৌকার কর্মী সমর্থকেরা দলে দলে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে সড়কে এসে অবস্থান নেয়। এ সময় তারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ফুলছড়ি-গাইবান্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ভোট স্থগিতের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশসহ অনেকে।
বক্তারা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোটের কোনো অনিয়মের খবর না জানলেও ঢাকা থেকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট বন্ধ ঘোষণা করেছেন। কাকে খুশি করতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে তা খতিয়ে দেখা দরকার।
এ সময় বক্তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন।
আরও পড়ুন:

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নৌকার কর্মী সমর্থকেরা। তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগের দাবিতে ফুলছড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নৌকার কর্মী সমর্থকেরা দলে দলে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে সড়কে এসে অবস্থান নেয়। এ সময় তারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ফুলছড়ি-গাইবান্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ভোট স্থগিতের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশসহ অনেকে।
বক্তারা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোটের কোনো অনিয়মের খবর না জানলেও ঢাকা থেকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট বন্ধ ঘোষণা করেছেন। কাকে খুশি করতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে তা খতিয়ে দেখা দরকার।
এ সময় বক্তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন।
আরও পড়ুন:

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে