সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর চরদরবেশে এক দম্পতি থানায় পাল্টাপাল্টি নির্যাতনের অভিযোগ দিয়েছেন। স্ত্রী রোকেয়া আক্তারের পেন্সির (২৫) দাবি, যৌতুকের টাকা না পেয়ে স্বামী নুরনবী সাদ্দাম তাঁকে নির্যাতন করেছেন। অন্যদিকে স্বামীর দাবি, ট্রাক্টর বিক্রির টাকা না পেয়ে পুরুষাঙ্গে আঘাত করে তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে।
গত শনিবার দুপুরের এ ঘটনায় ওই দিনই নুরনবী সাদ্দাম আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে রোকেয়া আক্তার সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
২০১৮ সালে পশ্চিম চরদরবেশ গ্রামের নূর ইসলামের মেয়ে রোকেয়া আক্তারের সঙ্গে একই গ্রামের খুরশিদ আলমের ছেলে নূরনবী সাদ্দামের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে আছে। বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া হতো। গত শনিবার সোনাগাজীর দক্ষিণ চরদরবেশ কোম্পানি বাজারে খুরশিদ আলমের বাড়িতে নুরনবী সাদ্দাম ও রোকেয়া আক্তার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে হাতাহাতি হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়।
রোকেয়া আক্তার বলেন, বিয়ের পর থেকে নুরনবী নানা সময় যৌতুকের দাবি করে আসছেন। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি। সম্প্রতি নুরনবী ফের তাঁর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তিনি এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হন। গত শনিবার তাঁর শ্বশুর বাড়ির লোকজন সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সে সময় যৌতুকের টাকার জন্য তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় সোনাগাজী থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
নুরনবী সাদ্দাম বলেন, ‘পরিবারের অমতে ২০১৮ সালে রোকেয়া আক্তারকে বিয়ে করি। কিন্তু সে মানসিকভাবে অসুস্থ ছিল। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে কয়েকবার সে আামার নামে থানায় অভিযোগ করে। গত শনিবার আমাদের বাড়ির সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। আমি দুপুরে কাজ করে বাড়ি এসে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি। স্ত্রীকে ট্রাক্টর বিক্রির টাকা না দেওয়ায় ঘুমের মধ্যে আমার পুরুষাঙ্গে আঘাত করে আমাকে হত্যাচেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য হাত পাঁ নাড়াচাড়া করলে সে খাটের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। তাঁকে কোনো মারধর করা হয়নি।’
যৌতুকের দাবির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে সেটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলম বলেন, ‘যৌতুকের টাকার চেয়ে সাদ্দাম তাঁর স্ত্রীকে মারধর করেছেন বলে জেনেছি। এ বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করেছে।আইনিগতভাবে বিষয়টি সমাধান করা হবে।’
সোনাগাজীর আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল জানান, বিষয়টি নিয়ে মডেল থানা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনীর সোনাগাজীর চরদরবেশে এক দম্পতি থানায় পাল্টাপাল্টি নির্যাতনের অভিযোগ দিয়েছেন। স্ত্রী রোকেয়া আক্তারের পেন্সির (২৫) দাবি, যৌতুকের টাকা না পেয়ে স্বামী নুরনবী সাদ্দাম তাঁকে নির্যাতন করেছেন। অন্যদিকে স্বামীর দাবি, ট্রাক্টর বিক্রির টাকা না পেয়ে পুরুষাঙ্গে আঘাত করে তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছে।
গত শনিবার দুপুরের এ ঘটনায় ওই দিনই নুরনবী সাদ্দাম আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। অন্যদিকে রোকেয়া আক্তার সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
২০১৮ সালে পশ্চিম চরদরবেশ গ্রামের নূর ইসলামের মেয়ে রোকেয়া আক্তারের সঙ্গে একই গ্রামের খুরশিদ আলমের ছেলে নূরনবী সাদ্দামের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে আছে। বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায় ঝগড়া হতো। গত শনিবার সোনাগাজীর দক্ষিণ চরদরবেশ কোম্পানি বাজারে খুরশিদ আলমের বাড়িতে নুরনবী সাদ্দাম ও রোকেয়া আক্তার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে হাতাহাতি হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়।
রোকেয়া আক্তার বলেন, বিয়ের পর থেকে নুরনবী নানা সময় যৌতুকের দাবি করে আসছেন। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি। সম্প্রতি নুরনবী ফের তাঁর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু তিনি এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হন। গত শনিবার তাঁর শ্বশুর বাড়ির লোকজন সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সে সময় যৌতুকের টাকার জন্য তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় সোনাগাজী থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।
নুরনবী সাদ্দাম বলেন, ‘পরিবারের অমতে ২০১৮ সালে রোকেয়া আক্তারকে বিয়ে করি। কিন্তু সে মানসিকভাবে অসুস্থ ছিল। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে কয়েকবার সে আামার নামে থানায় অভিযোগ করে। গত শনিবার আমাদের বাড়ির সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। আমি দুপুরে কাজ করে বাড়ি এসে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি। স্ত্রীকে ট্রাক্টর বিক্রির টাকা না দেওয়ায় ঘুমের মধ্যে আমার পুরুষাঙ্গে আঘাত করে আমাকে হত্যাচেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য হাত পাঁ নাড়াচাড়া করলে সে খাটের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। তাঁকে কোনো মারধর করা হয়নি।’
যৌতুকের দাবির বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে সেটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে জানান।
স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলম বলেন, ‘যৌতুকের টাকার চেয়ে সাদ্দাম তাঁর স্ত্রীকে মারধর করেছেন বলে জেনেছি। এ বিষয়ে তাঁরা থানায় অভিযোগ করেছে।আইনিগতভাবে বিষয়টি সমাধান করা হবে।’
সোনাগাজীর আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল জানান, বিষয়টি নিয়ে মডেল থানা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৪০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে