সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলা স্কাউটসের তিন দিনব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে তালে নৃত্য পরিবেশন শুরু করে বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের প্রথম কলি শুনেই ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে।
স্কাউটসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি এম মঞ্জুরুল আহসান, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম সেলিম। এতে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মঞ্জুরুল আহসানকে নির্দেশ দেন।
উপজেলা স্কাউটস সম্পাদক শাহাদাত হোসেন বলেন, স্কুলে নৃত্য পরিবেশনা ছিল। গানের শেষ কলিতে ‘জয় বাংলা বাংলার জয়’ বেজে উঠলে বন্ধ করে দেওয়া হয়। এ সময় অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। পাশাপাশি কেন এমনটি হয়েছে, অতিথিরা সে বিষয়ে বারবার প্রশ্ন করেন।

বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল আজকের পত্রিকা'কে বলেন, ‘আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছিল। তখন বক্তব্যপর্ব শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের চলছে সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের শেষ কলিতে গানটি (জয় বাংলা বাংলার জয়) বেজে ওঠে। এত দিন শিক্ষার্থীরা রিহার্সেল (মহড়া) করেছে। বিষয়টি কেন কারও নজরে পড়েনি, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বকাঝকা করা হয়।’
আরও খবর পড়ুন:

ফেনীর সোনাগাজী উপজেলা স্কাউটসের তিন দিনব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে তালে নৃত্য পরিবেশন শুরু করে বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের প্রথম কলি শুনেই ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা। পরে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। অনুষ্ঠানে জেলা প্রশাসক আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানা গেছে।
স্কাউটসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি এম মঞ্জুরুল আহসান, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোর্শেদ আলম সেলিম। এতে জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তা, শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে কী কারণে এমনটি হয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য মঞ্জুরুল আহসানকে নির্দেশ দেন।
উপজেলা স্কাউটস সম্পাদক শাহাদাত হোসেন বলেন, স্কুলে নৃত্য পরিবেশনা ছিল। গানের শেষ কলিতে ‘জয় বাংলা বাংলার জয়’ বেজে উঠলে বন্ধ করে দেওয়া হয়। এ সময় অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। পাশাপাশি কেন এমনটি হয়েছে, অতিথিরা সে বিষয়ে বারবার প্রশ্ন করেন।

বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলাল আজকের পত্রিকা'কে বলেন, ‘আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবেই চলছিল। তখন বক্তব্যপর্ব শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানের চলছে সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্যের শেষ কলিতে গানটি (জয় বাংলা বাংলার জয়) বেজে ওঠে। এত দিন শিক্ষার্থীরা রিহার্সেল (মহড়া) করেছে। বিষয়টি কেন কারও নজরে পড়েনি, সে জন্য দায়িত্বপ্রাপ্তদের বকাঝকা করা হয়।’
আরও খবর পড়ুন:

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪৩ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে