নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যাদুর্গত জেলা ফেনীতে এখনো স্বাভাবিক হয়নি টেলিযোগাযোগ সেবা। জেলার ৭৫ শতাংশ মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল অবস্থায় আছে।
আজ সোমবার সন্ধ্যায় বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) এই তথ্য জানায়।
আজ বিকেল ৫টা পর্যন্ত বিটিআরসির হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বন্যাকবলিত ১১ জেলায় ১৪ হাজার ৫৫১ টাওয়ারের মধ্যে ১ হাজার ৮টি অচল অবস্থায় আছে। সবচেয়ে বেশি অচল টাওয়ার ফেনীতে। এই জেলার ৬৫৩ টির মধ্যে ৪৯৩টিই অচল।
ফেনীতে অবস্থানরত বেসরকারি চাকরিজীবী নাজমুল ইসলাম বলেন, ‘জেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ এসেছে। ফলে নেটওয়ার্কও ফিরতে শুরু করেছে। তবে সব অপারেটর এবং সব জায়গায় নেটওয়ার্ক এখনো স্বাভাবিক না। ফেনী শহর এলাকায় আমরা ফোনে কথা বলতে পারছি। তবে গ্রাম এলাকাগুলোতে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।’
ফেনী ছাড়া টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত অন্য জেলাগুলো হলো—নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার।
বিটিআরসি জানিয়েছে, টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক করতে মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর, জ্বালানি ইত্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ফেনীর ফুলগাজী উপজেলায় মোবাইল অপারেটর রবি এবং টাওয়ারকো অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনঃস্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য দুটি স্পিডবোট সরবরাহ করা হয়েছে। সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলাতেও দুটি করে স্পিডবোট পাঠানো হয়েছে।

বন্যাদুর্গত জেলা ফেনীতে এখনো স্বাভাবিক হয়নি টেলিযোগাযোগ সেবা। জেলার ৭৫ শতাংশ মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল অবস্থায় আছে।
আজ সোমবার সন্ধ্যায় বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) এই তথ্য জানায়।
আজ বিকেল ৫টা পর্যন্ত বিটিআরসির হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বন্যাকবলিত ১১ জেলায় ১৪ হাজার ৫৫১ টাওয়ারের মধ্যে ১ হাজার ৮টি অচল অবস্থায় আছে। সবচেয়ে বেশি অচল টাওয়ার ফেনীতে। এই জেলার ৬৫৩ টির মধ্যে ৪৯৩টিই অচল।
ফেনীতে অবস্থানরত বেসরকারি চাকরিজীবী নাজমুল ইসলাম বলেন, ‘জেলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ এসেছে। ফলে নেটওয়ার্কও ফিরতে শুরু করেছে। তবে সব অপারেটর এবং সব জায়গায় নেটওয়ার্ক এখনো স্বাভাবিক না। ফেনী শহর এলাকায় আমরা ফোনে কথা বলতে পারছি। তবে গ্রাম এলাকাগুলোতে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।’
ফেনী ছাড়া টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত অন্য জেলাগুলো হলো—নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার।
বিটিআরসি জানিয়েছে, টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক করতে মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর, জ্বালানি ইত্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ চলছে।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ফেনীর ফুলগাজী উপজেলায় মোবাইল অপারেটর রবি এবং টাওয়ারকো অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনঃস্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য দুটি স্পিডবোট সরবরাহ করা হয়েছে। সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলাতেও দুটি করে স্পিডবোট পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৫ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে