ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপাল উপজেলার আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয় মাঠে অবস্থান নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ রুটিন পরিবর্তন করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে বাদ দিয়ে তাঁর পছন্দমতো শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করান। সেই সঙ্গে তিনি ২০২৫ সালের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, ২০২৩ সালে ৯০ শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হলেও এর কোনো হিসাব এখন পর্যন্ত প্রকাশ করেননি প্রধান শিক্ষক। বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে হলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জোর করে এক হাজার টাকা আদায় করা হয়।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের ভবন রাতের বেলা ভাড়া দেওয়া হয়। বিদ্যালয়ের পানির ট্যাংক প্রধান শিক্ষকের বাড়িতে ব্যবহার করা হচ্ছে। এমনকি গ্রন্থাগারের টেলিভিশন তিনি বাড়িতে নিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষকের পদ খালি থাকলেও এ পদে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।
শিক্ষার্থীদের দাবি, যোগ্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে এবং তাঁরা যেন স্থানীয় বাসিন্দা না হন। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পাশে হাইওয়ে থানার পরিত্যক্ত ভবনে উচ্ছৃঙ্খল তরুণেরা অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং মাদক সেবনের আড্ডা বসান। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপসহ বিদ্যালয়ের মাঠ ও পরিবেশ সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানায় তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা আক্তার শিক্ষার্থীদের অভিযোগ শুনে জানান, লিখিত অভিযোগ পেলে সাত দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিকল্প এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা কান্তাসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক এ কে এম জহির উদ্দিন কচি বলেন, এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) থেকে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আগের ইংরেজি শিক্ষককে রাখতে চাইছিল বলেই আন্দোলন শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো ভিত্তিহীন।

ফেনীর মহিপাল উপজেলার আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয় মাঠে অবস্থান নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ রুটিন পরিবর্তন করে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে বাদ দিয়ে তাঁর পছন্দমতো শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করান। সেই সঙ্গে তিনি ২০২৫ সালের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, ২০২৩ সালে ৯০ শিক্ষার্থীর কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হলেও এর কোনো হিসাব এখন পর্যন্ত প্রকাশ করেননি প্রধান শিক্ষক। বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে হলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে জোর করে এক হাজার টাকা আদায় করা হয়।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের ভবন রাতের বেলা ভাড়া দেওয়া হয়। বিদ্যালয়ের পানির ট্যাংক প্রধান শিক্ষকের বাড়িতে ব্যবহার করা হচ্ছে। এমনকি গ্রন্থাগারের টেলিভিশন তিনি বাড়িতে নিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষকের পদ খালি থাকলেও এ পদে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।
শিক্ষার্থীদের দাবি, যোগ্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে এবং তাঁরা যেন স্থানীয় বাসিন্দা না হন। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের পাশে হাইওয়ে থানার পরিত্যক্ত ভবনে উচ্ছৃঙ্খল তরুণেরা অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং মাদক সেবনের আড্ডা বসান। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপসহ বিদ্যালয়ের মাঠ ও পরিবেশ সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানায় তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা আক্তার শিক্ষার্থীদের অভিযোগ শুনে জানান, লিখিত অভিযোগ পেলে সাত দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিকল্প এক শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা কান্তাসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক এ কে এম জহির উদ্দিন কচি বলেন, এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) থেকে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আগের ইংরেজি শিক্ষককে রাখতে চাইছিল বলেই আন্দোলন শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো ভিত্তিহীন।

চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদের মনোনয়ন...
১ মিনিট আগে
তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৫ মিনিট আগে