পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই নিম্নমানের কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় আজ সোমবার সরেজমিনে এ ঘটনা দেখা যায়।
মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে গত শনিবার দেওয়া হয় কার্পেটিং। আজ সোমবার স্থানীয় শতাধিক গ্রামবাসী হাতে দুই পাশের কার্পেটিং টেনে তুলে ফেলেন।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির অর্থায়নে কালির বাজার চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের জন্য ৭ কোটি ৩৪ লাখ টাকা ৫ হাজার ৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক।
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাঁকজমকপূর্ণভাবে গত বছরের শুরুতে এই ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। ব্রিজের নির্মাণের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। নির্মাণসামগ্রী দামবৃদ্বিসহ নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর দাবিকে অগ্রাহ্য করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণ শেষে গত শনিবার সংযোগ সড়কে কার্পেটিং করার দুই দিন পর হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গত শনিবার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিং করা হয়। আজ সোমবার সকালে এলাকার লোকজন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ মিটার রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিয়ে তুলে ফেলেছেন।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ অভিযোগ করেন, ‘শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি। সর্বশেষ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং করার কারণে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে গ্রামের ক্ষুদ্ধ লোকজন আজ সোমবার সকালে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন।’
কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক (জেবি) স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি আসায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি না বুজে কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে আবার সেটা ফেসবুকে লাইভ করেছে। বিষয়টি তারা ঠিক করেনি।’
উপজেলা প্রকৌশলী এস এস শাহ আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শনিবার ৬০ মিটার রাস্তার কিছু অংশ কার্পেটিং করার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় কার্পেটিং টেকসই না হওয়ায় আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সংযোগ সড়কের কিছু অংশের কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলেছেন বলে তিনি শুনেছেন। ঠিকাদারের সঙ্গে কথা বলে কার্পেটিংয়ের কাজ পুননির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।’

ফেনীর পরশুরামে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই নিম্নমানের কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় আজ সোমবার সরেজমিনে এ ঘটনা দেখা যায়।
মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে গত শনিবার দেওয়া হয় কার্পেটিং। আজ সোমবার স্থানীয় শতাধিক গ্রামবাসী হাতে দুই পাশের কার্পেটিং টেনে তুলে ফেলেন।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির অর্থায়নে কালির বাজার চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের জন্য ৭ কোটি ৩৪ লাখ টাকা ৫ হাজার ৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক।
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাঁকজমকপূর্ণভাবে গত বছরের শুরুতে এই ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। ব্রিজের নির্মাণের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। নির্মাণসামগ্রী দামবৃদ্বিসহ নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর দাবিকে অগ্রাহ্য করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণ শেষে গত শনিবার সংযোগ সড়কে কার্পেটিং করার দুই দিন পর হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গত শনিবার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিং করা হয়। আজ সোমবার সকালে এলাকার লোকজন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ মিটার রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিয়ে তুলে ফেলেছেন।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ অভিযোগ করেন, ‘শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি। সর্বশেষ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং করার কারণে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে গ্রামের ক্ষুদ্ধ লোকজন আজ সোমবার সকালে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন।’
কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক (জেবি) স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি আসায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি না বুজে কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে আবার সেটা ফেসবুকে লাইভ করেছে। বিষয়টি তারা ঠিক করেনি।’
উপজেলা প্রকৌশলী এস এস শাহ আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শনিবার ৬০ মিটার রাস্তার কিছু অংশ কার্পেটিং করার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় কার্পেটিং টেকসই না হওয়ায় আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সংযোগ সড়কের কিছু অংশের কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলেছেন বলে তিনি শুনেছেন। ঠিকাদারের সঙ্গে কথা বলে কার্পেটিংয়ের কাজ পুননির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগে