পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই নিম্নমানের কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় আজ সোমবার সরেজমিনে এ ঘটনা দেখা যায়।
মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে গত শনিবার দেওয়া হয় কার্পেটিং। আজ সোমবার স্থানীয় শতাধিক গ্রামবাসী হাতে দুই পাশের কার্পেটিং টেনে তুলে ফেলেন।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির অর্থায়নে কালির বাজার চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের জন্য ৭ কোটি ৩৪ লাখ টাকা ৫ হাজার ৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক।
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাঁকজমকপূর্ণভাবে গত বছরের শুরুতে এই ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। ব্রিজের নির্মাণের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। নির্মাণসামগ্রী দামবৃদ্বিসহ নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর দাবিকে অগ্রাহ্য করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণ শেষে গত শনিবার সংযোগ সড়কে কার্পেটিং করার দুই দিন পর হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গত শনিবার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিং করা হয়। আজ সোমবার সকালে এলাকার লোকজন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ মিটার রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিয়ে তুলে ফেলেছেন।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ অভিযোগ করেন, ‘শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি। সর্বশেষ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং করার কারণে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে গ্রামের ক্ষুদ্ধ লোকজন আজ সোমবার সকালে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন।’
কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক (জেবি) স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি আসায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি না বুজে কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে আবার সেটা ফেসবুকে লাইভ করেছে। বিষয়টি তারা ঠিক করেনি।’
উপজেলা প্রকৌশলী এস এস শাহ আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শনিবার ৬০ মিটার রাস্তার কিছু অংশ কার্পেটিং করার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় কার্পেটিং টেকসই না হওয়ায় আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সংযোগ সড়কের কিছু অংশের কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলেছেন বলে তিনি শুনেছেন। ঠিকাদারের সঙ্গে কথা বলে কার্পেটিংয়ের কাজ পুননির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।’

ফেনীর পরশুরামে ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই নিম্নমানের কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন। উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় আজ সোমবার সরেজমিনে এ ঘটনা দেখা যায়।
মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে গত শনিবার দেওয়া হয় কার্পেটিং। আজ সোমবার স্থানীয় শতাধিক গ্রামবাসী হাতে দুই পাশের কার্পেটিং টেনে তুলে ফেলেন।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এলজিইডির অর্থায়নে কালির বাজার চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার ব্রিজের জন্য ৭ কোটি ৩৪ লাখ টাকা ৫ হাজার ৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক।
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাঁকজমকপূর্ণভাবে গত বছরের শুরুতে এই ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন। ব্রিজের নির্মাণের শুরু থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। নির্মাণসামগ্রী দামবৃদ্বিসহ নানা অজুহাত দেখিয়ে এলাকাবাসীর দাবিকে অগ্রাহ্য করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণ শেষে গত শনিবার সংযোগ সড়কে কার্পেটিং করার দুই দিন পর হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘গত শনিবার ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিং করা হয়। আজ সোমবার সকালে এলাকার লোকজন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের প্রায় ৬০ মিটার রাস্তার কার্পেটিং হাত দিয়ে টান দিয়ে তুলে ফেলেছেন।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিমসহ অভিযোগ করেন, ‘শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা এলজিইডি। সর্বশেষ অত্যন্ত নিম্নমানের কার্পেটিং করার কারণে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে গ্রামের ক্ষুদ্ধ লোকজন আজ সোমবার সকালে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলেছেন।’
কাশেম অ্যান্ড দি নিউ ট্রেড লিংক (জেবি) স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম বলেন, ‘ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কার্পেটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি আসায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি না বুজে কার্পেটিং হাত দিয়ে টেনে টেনে তুলে আবার সেটা ফেসবুকে লাইভ করেছে। বিষয়টি তারা ঠিক করেনি।’
উপজেলা প্রকৌশলী এস এস শাহ আলম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শনিবার ৬০ মিটার রাস্তার কিছু অংশ কার্পেটিং করার সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় কার্পেটিং টেকসই না হওয়ায় আজ সোমবার সকালে স্থানীয় লোকজন সংযোগ সড়কের কিছু অংশের কার্পেটিং হাত দিয়ে টেনে তুলে ফেলেছেন বলে তিনি শুনেছেন। ঠিকাদারের সঙ্গে কথা বলে কার্পেটিংয়ের কাজ পুননির্মাণ করে দেওয়া হবে বলে তিনি জানান।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৩ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৫ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৩৮ মিনিট আগে