ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের বাড়িতে মিছিল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগের মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের আমলি আদালত-১-এ (সদর কোর্ট) আসামিরা আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহী তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এদিকে আদালত থেকে জামিন পাওয়া ব্যক্তিদের নিয়ে দলের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসীমউদ্দিন মৃধা। তাঁকে সহায়তা করেন জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়াসহ বিএনপিপন্থী বেশ কয়েকজন আইনজীবী। জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে শুনানিতে অংশ নেন বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম।
জসীমউদ্দিন মৃধা বলেন, ‘আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামিকে ১০০ টাকার বেল বন্ডের শর্তে মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।’
জানা গেছে, গত শুক্রবার রাতে হামীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ মামলায় মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ এজাহারভুক্ত আসামি ছিলেন মোট ১৬ জন। এর মধ্যে ১৩ জন আত্মসমর্পণ করেন। তবে ১১ নম্বর আসামি আজম ওরফে প্রিন্সকে (৪৫) গত সোমবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়া মামলার দুই নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন ওরফে শিথিল (৩৩) ও সাত নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সচিব রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৪৫) আদালতে আত্মসমর্পণ করেননি।
জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ (৫৫), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
আদালত থেকে জামিন পাওয়ার পর বের হওয়া নেতা-কর্মীদের নিয়ে শহরে মিছিল বের করেন ফরিদপুর মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে জাস্টিস ইব্রাহিম সড়ক, মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
এর আগে ৩ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে এ কে আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনের সামনে মিছিল করেন মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে–এমন অভিযোগে তাঁরা বাড়িতে প্রবেশ করেন।

ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের বাড়িতে মিছিল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগের মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের আমলি আদালত-১-এ (সদর কোর্ট) আসামিরা আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ এলাহী তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এদিকে আদালত থেকে জামিন পাওয়া ব্যক্তিদের নিয়ে দলের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসীমউদ্দিন মৃধা। তাঁকে সহায়তা করেন জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়াসহ বিএনপিপন্থী বেশ কয়েকজন আইনজীবী। জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে শুনানিতে অংশ নেন বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম।
জসীমউদ্দিন মৃধা বলেন, ‘আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামিকে ১০০ টাকার বেল বন্ডের শর্তে মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।’
জানা গেছে, গত শুক্রবার রাতে হামীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন। এ মামলায় মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ এজাহারভুক্ত আসামি ছিলেন মোট ১৬ জন। এর মধ্যে ১৩ জন আত্মসমর্পণ করেন। তবে ১১ নম্বর আসামি আজম ওরফে প্রিন্সকে (৪৫) গত সোমবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়া মামলার দুই নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন ওরফে শিথিল (৩৩) ও সাত নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সচিব রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৪৫) আদালতে আত্মসমর্পণ করেননি।
জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ (৫৫), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
আদালত থেকে জামিন পাওয়ার পর বের হওয়া নেতা-কর্মীদের নিয়ে শহরে মিছিল বের করেন ফরিদপুর মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে জাস্টিস ইব্রাহিম সড়ক, মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
এর আগে ৩ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে এ কে আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনের সামনে মিছিল করেন মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে–এমন অভিযোগে তাঁরা বাড়িতে প্রবেশ করেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে