ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পলিথিন বর্জ্য রিসাইকেলিংয়ের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে শহরতলির আদমপুরে অবস্থিত পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে দেশে প্রথমবারের মতো পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল উৎপাদন করা হবে। তবে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়। এই প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।
এদিন প্রধান অতিথি হিসেবে পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড মি. আলী মুস্তাক বাটসহ অতিথিবৃন্দ। পরে ‘পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ করি, পরিবেশ বাঁচাই’ এ স্লোগানে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের অম্বিকা মেমোরিয়াল চত্বরে এসে শেষ হয়। এরপর অম্বিকা মেমোরিয়াল হল রুমে ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: পথপ্রদর্শনে ফরিদপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে জানানো হয়, পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে একবার ব্যবহৃত প্লাস্টিক অপসারণ করে জ্বালানিতে রূপান্তরিত করবে এবং পাতলা পলিথিন ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে পাইরোলাইসিস তেল এবং কার্বন তৈরি করে করবে। যা থেকে উৎপাদিত তেল ট্রাক্টর, ট্রাক, জাহাজ, ডিজেল চালিত জেনারেটরে ব্যবহার করা যাবে এবং ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা হবে।
এ সময় ফরিদপুরে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচিত্র উপস্থাপনকালে জানানো হয়, ৬৬ বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর পৌরসভা থেকে প্রতিদিন ৬.২ টন সিংগেল-ইউজড পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যা থেকে মাত্র ৩০ শতাংশ বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। আগামী কয়েক বছরের মাধ্যমে তা ৫০ শতাংশে নিয়ে আসা হবে বলে জানানো হয়।
দেশে প্রথমবারের মতো ফরিদপুরে পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর তৈরি করতে ফরিদপুর পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. জিয়াউল হক, ইউএনআইডিও এর প্রতিনিধি ড. জাকিউজ্জামান, ডাব্লিউএসইউপি এর কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী উত্তম কুমার সাহা এবং প্রাক্টিক্যাল অ্যাকশনের এশিয়া রিজওনাল পরিচালক ড. অয়ন এ ব্যানার্জি।
সেমিনারে বক্তারা জানান, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অধিকাংশ একবার ব্যবহৃত প্লাস্টিক ও নরম প্লাস্টিক পরিবেশ, নদী-নালায়, সড়কের পাশে গিয়ে জমা হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই বর্জ্য সঠিকভাবে কর্মীদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সে জন্য বর্জ্য সংগ্রহকারী কর্মীদের মূল্যায়নেরও আহ্বান জানান তারা।
এ ছাড়া এসব বর্জ্য বাসা বাড়িতে আলাদা স্থানে রাখা এবং প্লাস্টিক পণ্য কম ব্যবহারের জন্য শহরবাসীদের আহ্বান জানানো হয়।

ফরিদপুরে পলিথিন বর্জ্য রিসাইকেলিংয়ের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে। আজ সোমবার দুপুরে প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে শহরতলির আদমপুরে অবস্থিত পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে দেশে প্রথমবারের মতো পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করা হয়। যার মাধ্যমে প্রতিদিন ৩৬০ কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল উৎপাদন করা হবে। তবে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল উৎপাদন করা হয়েছে বলে সেমিনারে জানানো হয়। এই প্ল্যান্টটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে ফরিদপুর পৌরসভা, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বেসরকারি কোম্পানি রিভার-সাইকেল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং ড্যানিডা মার্কেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।
এদিন প্রধান অতিথি হিসেবে পাইরোলাইসিস প্ল্যান্টের উদ্বোধন করেন ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এবং হেড অব ট্রেড মি. আলী মুস্তাক বাটসহ অতিথিবৃন্দ। পরে ‘পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধ করি, পরিবেশ বাঁচাই’ এ স্লোগানে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের অম্বিকা মেমোরিয়াল চত্বরে এসে শেষ হয়। এরপর অম্বিকা মেমোরিয়াল হল রুমে ‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: পথপ্রদর্শনে ফরিদপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে জানানো হয়, পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে পরিবেশ থেকে একবার ব্যবহৃত প্লাস্টিক অপসারণ করে জ্বালানিতে রূপান্তরিত করবে এবং পাতলা পলিথিন ও প্লাস্টিক প্রক্রিয়াজাত করে পাইরোলাইসিস তেল এবং কার্বন তৈরি করে করবে। যা থেকে উৎপাদিত তেল ট্রাক্টর, ট্রাক, জাহাজ, ডিজেল চালিত জেনারেটরে ব্যবহার করা যাবে এবং ব্ল্যাক কার্বন ছাপাখানার কালি হিসেবে ব্যবহার করা হবে।
এ সময় ফরিদপুরে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচিত্র উপস্থাপনকালে জানানো হয়, ৬৬ বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর পৌরসভা থেকে প্রতিদিন ৬.২ টন সিংগেল-ইউজড পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যা থেকে মাত্র ৩০ শতাংশ বর্জ্য রিসাইক্লিং করা হচ্ছে। আগামী কয়েক বছরের মাধ্যমে তা ৫০ শতাংশে নিয়ে আসা হবে বলে জানানো হয়।
দেশে প্রথমবারের মতো ফরিদপুরে পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর তৈরি করতে ফরিদপুর পৌরসভা প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগের মাধ্যমে শহরের বাসিন্দাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. জিয়াউল হক, ইউএনআইডিও এর প্রতিনিধি ড. জাকিউজ্জামান, ডাব্লিউএসইউপি এর কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী উত্তম কুমার সাহা এবং প্রাক্টিক্যাল অ্যাকশনের এশিয়া রিজওনাল পরিচালক ড. অয়ন এ ব্যানার্জি।
সেমিনারে বক্তারা জানান, পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ রয়েছে। অধিকাংশ একবার ব্যবহৃত প্লাস্টিক ও নরম প্লাস্টিক পরিবেশ, নদী-নালায়, সড়কের পাশে গিয়ে জমা হচ্ছে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই বর্জ্য সঠিকভাবে কর্মীদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সে জন্য বর্জ্য সংগ্রহকারী কর্মীদের মূল্যায়নেরও আহ্বান জানান তারা।
এ ছাড়া এসব বর্জ্য বাসা বাড়িতে আলাদা স্থানে রাখা এবং প্লাস্টিক পণ্য কম ব্যবহারের জন্য শহরবাসীদের আহ্বান জানানো হয়।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে