Ajker Patrika

ভাঙ্গায় পাটখেত থেকে কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ২১: ৪৫
ভাঙ্গায় পাটখেত থেকে কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় পাটখেত থেকে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পৌর সদরের হোগলাডাঙ্গী গ্রামের রেল রাস্তাসংলগ্ন পাটখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কিশোরীর নাম রেখা আক্তার (১৩)। সে ওই এলাকার আব্দুল হাই মাতুব্বরের মেয়ে। বিকেলে স্থানীয়রা পাটখেতের মাঝে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ও ফরিদপুর সিআইডি ঘটনাস্থল প্রদর্শন করেন। পুলিশের ধারণা, ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

ওই কিশোরীর বাবা আব্দুল হাই মাতুব্বর বলেন, দুপুরে গোসল করার জন্য রেখা পুকুর পাড়ে যায়। সেখান থেকেই দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে পাটখেতের মাঝখানে হত্যা করেছে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিচার চেয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাটখেতের মাঝে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় পাই। কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দুর্বৃত্তরা মেয়েটিকে প্রথমে ধর্ষণের পর, গলায় কিশোরীর পরিহিত সালোয়ার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। কিশোরীকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’ 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুল আল রসিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশের বিশেষ টিমসহ (সিআইডি) আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় মামলা হবে এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত