ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আলোচিত অর্থোপেডিক চিকিৎসক শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নার্সিং শিক্ষার্থী মোত্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মোত্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরদিন তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।
নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন। এ ছাড়া তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালি থানার পুলিশের একটি দল মোত্তাকিমকে গতকাল মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে তাঁর বাবা–মাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন আক্তার জোয়ারদার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইন্টার্ন নার্স মোত্তাকিম তাঁকে ধাক্কা দেন। এর জেরে আধা ঘণ্টা পর ৮-১০ জন বহিরাগত নিয়ে তাঁর ওপর হামলা চালান মোত্তাকিম। এ সময় চিকিৎসক মাটিতে পড়ে গেলে লোহার রড দিয়ে পেটান হামলাকারীরা। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। পরে মোত্তাকিমের মা ওই হাসপাতালের সিনিয়র নার্স জোবায়দা গুলশান, বাবা আলমগীর হোসেনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুরে আলোচিত অর্থোপেডিক চিকিৎসক শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নার্সিং শিক্ষার্থী মোত্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মোত্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরদিন তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।
নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন। এ ছাড়া তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালি থানার পুলিশের একটি দল মোত্তাকিমকে গতকাল মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে তাঁর বাবা–মাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন আক্তার জোয়ারদার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইন্টার্ন নার্স মোত্তাকিম তাঁকে ধাক্কা দেন। এর জেরে আধা ঘণ্টা পর ৮-১০ জন বহিরাগত নিয়ে তাঁর ওপর হামলা চালান মোত্তাকিম। এ সময় চিকিৎসক মাটিতে পড়ে গেলে লোহার রড দিয়ে পেটান হামলাকারীরা। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। পরে মোত্তাকিমের মা ওই হাসপাতালের সিনিয়র নার্স জোবায়দা গুলশান, বাবা আলমগীর হোসেনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪৩ মিনিট আগে