নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পক্ষে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে এক দন্তচিকিৎসককে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মো. আবুল কাশেম আলফি (৬২) নামে ওই চিকিৎসকের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
গতকাল বুধবার রাজধানীর রামপুর থানার বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭টি উগ্রবাদী মতাদর্শের বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনশ্রী থেকে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে দন্তচিকিৎসক ডাক্তার মো. আবুল কাশেম আলফিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্র–বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশ সুপার আসলাম আরও জানান, আবুল কাশেম আলফি আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন বই নিজ উদ্যোগে ছাপিয়ে সহযোগী ও সদস্যদের মাঝে বিতরণ করে আসছিলেন।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের দাবি, গ্রেপ্তার আবুল কাশেম দেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে দাওয়াত দিতেন। এ ছাড়া জঙ্গি নেতা জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করতেন।
গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সন্ত্রাস–বিরোধী আইনে একটি মামলা রয়েছে। শিবালয় থানায় থাকা আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পক্ষে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে এক দন্তচিকিৎসককে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মো. আবুল কাশেম আলফি (৬২) নামে ওই চিকিৎসকের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
গতকাল বুধবার রাজধানীর রামপুর থানার বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭টি উগ্রবাদী মতাদর্শের বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনশ্রী থেকে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে দন্তচিকিৎসক ডাক্তার মো. আবুল কাশেম আলফিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্র–বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশ সুপার আসলাম আরও জানান, আবুল কাশেম আলফি আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন বই নিজ উদ্যোগে ছাপিয়ে সহযোগী ও সদস্যদের মাঝে বিতরণ করে আসছিলেন।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের দাবি, গ্রেপ্তার আবুল কাশেম দেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে দাওয়াত দিতেন। এ ছাড়া জঙ্গি নেতা জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করতেন।
গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সন্ত্রাস–বিরোধী আইনে একটি মামলা রয়েছে। শিবালয় থানায় থাকা আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে