Ajker Patrika

ফরিদপুরে হত্যা মামলায় নির্মাণ শ্রমিকের মৃত্যুদণ্ড

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে হত্যা মামলায় নির্মাণ শ্রমিকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের মধুখালীতে রাজ সাহ নামের এক যুবককে হত্যার দায়ে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিনকে (২৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অর্থ আত্মসাতের অভিযোগে ছয় মাসের কারাদণ্ড অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। 

আজ রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জসিম আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত জসিম পাশের জেলা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বামুনদী গ্রামের মজিদ মোল্যার ছেলে।

রাষ্ট্রে পক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) আইনজীবী নওয়াব আলী মৃধা জানান, মধুখালী উপজেলার মাঝিকান্দি দাসপাড়া গ্রামের সুমন কুমার সাহার ভবন নির্মাণকাজ ও এর দেখাশোনা করতেন নির্মাণ শ্রমিক জসিম। রাতে একা থাকায় সমস্যা হয় এ অজুহাতে ভবন মালিক সুমনের ছোট ভাই রাজু সাহাকে (২৫) ডেকে নেন জসিম। পরে রাতে রাজুর সঙ্গে থাকা সোনার ব্রেসলেট ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করেন জসিম। পরে লাশ বস্তায় ভরে পাশের একটি শৌচাগারের ফেলে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় ২০২১ সালের ৪ জানুয়ারি নিহত রাজুর মা অরুনা রানী সাহা বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত