ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে ইয়াছিন খালাসি (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত দুজনের মধ্যে রয়েছেন একই গ্রামের রায়হান শেখ (২৪) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর (১৬)।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের ওপর বসে গল্প করছিলেন দুই যুবক ও এক কিশোর। একপর্যায়ে তারা ব্রিজের পাশেই লতিফ শরীফের নির্মাণাধীন ভবনের পাশে আসেন। এ সময় সাত-আটজন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তাঁদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে ইয়াছিন খালাসি মারা যান।
হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, নিহত যুবক ইয়াছিনের পরিবারের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছে। ইয়াছিনের পরিবারের অভিযোগ, ওই বিরোধের জেরে হামলা করা হয়। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। এলাকাটিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে ইয়াছিন খালাসি (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের কৃষক জাহাঙ্গীর খালাসির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত দুজনের মধ্যে রয়েছেন একই গ্রামের রায়হান শেখ (২৪) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার মাঝিকান্দা গ্রামের শাকিব মাতুব্বর (১৬)।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে থানমাত্তা গ্রামের খালের ব্রিজের ওপর বসে গল্প করছিলেন দুই যুবক ও এক কিশোর। একপর্যায়ে তারা ব্রিজের পাশেই লতিফ শরীফের নির্মাণাধীন ভবনের পাশে আসেন। এ সময় সাত-আটজন তরুণ ও কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। তাঁদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে ইয়াছিন খালাসি মারা যান।
হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, নিহত যুবক ইয়াছিনের পরিবারের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছে। ইয়াছিনের পরিবারের অভিযোগ, ওই বিরোধের জেরে হামলা করা হয়। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। এলাকাটিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৯ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৬ মিনিট আগে