ফরিদপুর প্রতিনিধি

গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল।
এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গাড়ির এসি কম্প্রেসারের মধ্যে কৌশলে ইয়াবার চালান পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ ডেইলীপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩০) ও ঢাকার কদমতলীর পূর্ব জুরাইন এলাকার মিজানুর রহমান (৩০)। তাঁরা দুজনে ঢাকা থেকে ভাঙ্গায় এসেছিলেন। এর মধ্যে মোহাম্মাদ ইউনুসের হাতে থাকা একটি ব্যাগের মধ্যে গাড়ির ওই যন্ত্রের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা ছিল।
এ ছাড়া একই দিন অপর একটি অভিযানে ভাঙ্গার পশ্চিম পাতরাইল গ্রামে অভিযান চালিয়ে করম আলী খালাসী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক কো হয়। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা শামীম হোসেন বলেন, মাদক কারবারিদের এই চক্র বেশ কিছুদিন ধরে গাড়ির পুরোনো যন্ত্রাংশের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা বহন করে আসছে। কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা লুকানো গাড়ির যন্ত্রাংশ আসে ঢাকায়, তারপর সেটি গ্রহণ করে চক্রের সদস্যরা। শেষে ঢাকা থেকে সড়কপথে বহন করে নিয়ে আসে এই ইয়াবার চালান।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। আসামিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪১ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে