ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১১ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৩ মিনিট আগে