ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাঁরা সম্পর্কে বাবা, ছেলে ও চাচা। ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁরা নিহত হন।
আজ শনিবার সকালে ভাঙ্গা উপজেলাধীন ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।
এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদি বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে ফরিদপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মারা গেছেন।
নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী কৈয়ালদিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম শেখ (৪৫), তাঁর ছেলে মোরসালিন শেখ (৮) ও তাঁর ভাই নাজমুল শেখ (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবুল কাশেম, তাঁর ছেলে ও ভাই একটি মোটরসাইকেলে চেপে ফরিদপুরে যাচ্ছিলেন। হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক ফরিদপুর থেকে আসা একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আবুল কাশেম শেখ ও নাজমুল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করলে তাঁরা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদরদীর কৈডুবী এলাকায় একটি ইজিবাইককে অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দেয়। এ সময় শ্রাবন্তী আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্কুলছাত্রী ভাঙ্গা উপজেলার খামানিরবাগ গ্রামের শাহাদত মোল্লার মেয়ে।
হাইওয়ে ওসি খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল সাময়িক সময় বন্ধ থাকলেও বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাঁরা সম্পর্কে বাবা, ছেলে ও চাচা। ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁরা নিহত হন।
আজ শনিবার সকালে ভাঙ্গা উপজেলাধীন ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।
এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদি বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে ফরিদপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মারা গেছেন।
নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী কৈয়ালদিয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম শেখ (৪৫), তাঁর ছেলে মোরসালিন শেখ (৮) ও তাঁর ভাই নাজমুল শেখ (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবুল কাশেম, তাঁর ছেলে ও ভাই একটি মোটরসাইকেলে চেপে ফরিদপুরে যাচ্ছিলেন। হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক ফরিদপুর থেকে আসা একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আবুল কাশেম শেখ ও নাজমুল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করলে তাঁরা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদরদীর কৈডুবী এলাকায় একটি ইজিবাইককে অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দেয়। এ সময় শ্রাবন্তী আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্কুলছাত্রী ভাঙ্গা উপজেলার খামানিরবাগ গ্রামের শাহাদত মোল্লার মেয়ে।
হাইওয়ে ওসি খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল সাময়িক সময় বন্ধ থাকলেও বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে