ফরিদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের নাম বদলে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সরিয়ে পুরোনো পরিচয় ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা ব্যানার সাইনবোর্ড হিসেবে টানিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতালটির মূল ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর নিচে একটি ব্যানার টানানো হয়েছে। তাতে বড় করে লেখা রয়েছে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সৌজন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’। তা ছাড়া আগের সাইনবোর্ড থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ অংশটুকু সরিয়ে ফেলা হয়েছে। কলেজের মূল ফটক ও ভবনে থাকা নাম উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো সাইনবোর্ড টানানো হয়নি।
কারা বঙ্গবন্ধুর নাম সরিয়ে সাইনবোর্ড টানিয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকেল বা সন্ধ্যায় করে থাকতে পারেন।’
দীপক বিশ্বাস আরও বলেন, ‘আমরা চাকরি করি, চাইলেই নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারে সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবে। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত কি না ভালো করে জেনে জানাতে পারব।’
১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ এবং কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল। যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়। পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের নাম বদলে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সরিয়ে পুরোনো পরিচয় ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা ব্যানার সাইনবোর্ড হিসেবে টানিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতালটির মূল ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর নিচে একটি ব্যানার টানানো হয়েছে। তাতে বড় করে লেখা রয়েছে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সৌজন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’। তা ছাড়া আগের সাইনবোর্ড থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ অংশটুকু সরিয়ে ফেলা হয়েছে। কলেজের মূল ফটক ও ভবনে থাকা নাম উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো সাইনবোর্ড টানানো হয়নি।
কারা বঙ্গবন্ধুর নাম সরিয়ে সাইনবোর্ড টানিয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকেল বা সন্ধ্যায় করে থাকতে পারেন।’
দীপক বিশ্বাস আরও বলেন, ‘আমরা চাকরি করি, চাইলেই নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারে সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবে। তবে আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত কি না ভালো করে জেনে জানাতে পারব।’
১৯৯২ সালে ফরিদপুর শহরে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজ এবং কলেজটির সঙ্গে ছিল ২৫০ শয্যার হাসপাতাল। যা উন্নিত করা হয় ৫০০ শয্যায়। পরে ২০২১ সালের এপ্রিলে কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৩০ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
৩২ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে