ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৈতৃক জমিতে সীমানা নির্ধারণ করতে গিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আমেরিকাপ্রবাসী পরিবার। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও প্রতিকার মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে।
ভুক্তভোগী ওই প্রবাসী ব্যক্তি হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে এস এম ফয়সাল আলম (৩৮)। তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তাঁর পিতা আব্দুস সালাম একজন বীর মুক্তিযোদ্ধা। অভিযুক্ত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল তাঁদের প্রতিবেশী।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ৬৪ নম্বর কামারগ্রাম মৌজার ২১২ নম্বর দাগে ফয়সাল আলমের নামে ৫ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ওই জমি বুঝে পেতে মাপজোক ও সীমানা নির্ধারণ করতে গেলে বাধা দেন এনামুল হাসান ও তাঁর ভাই মাহাবুবুল হাসান। এ সময় ওই প্রবাসী পরিবারকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ইউএনওর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারটি। পরে ইউএনও স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল খানকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগী ফয়সাল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবা এ দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আমরা আজ পরাধীনভাবে আছি। নিজেদের জমিতে যেতে পারছি না, কারও সহযোগিতা পাচ্ছি না। এমনকি দেশে ফিরে নিজেদের বসতঘরেও যেতে পারতেছি না।’
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হাসান বলেন, ‘জমিটি আমাদের বাপ-চাচাদের। বর্তমানে ওর ভেতরে আমাদের জমি রয়েছে। তাঁরা আমিন দিয়ে মাপজোক করতে গেলে মনের মতো না হওয়ায় মেনে নিতে পারছে না। তাঁদের ওপর কোনো হামলা ও হুমকি-ধমকি দেওয়া হয়নি।’
বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল খান বলেন, ‘তিন দিন আগে ইউএনও স্যারের একটি নোটিশ পেয়েছি। দ্রুত দুই পক্ষকে ডেকে সমাধানের মাধ্যমে মাপজোকের ব্যবস্থা করে দেওয়া হবে।’ ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘অভিযোগের বিষয়ে ফাইলগুলো দেখে বলা যাবে। যদি কেউ বিষয়টি নিয়ে অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৈতৃক জমিতে সীমানা নির্ধারণ করতে গিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের রোষানলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আমেরিকাপ্রবাসী পরিবার। বর্তমানে ওই পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েও প্রতিকার মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে।
ভুক্তভোগী ওই প্রবাসী ব্যক্তি হলেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে এস এম ফয়সাল আলম (৩৮)। তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তাঁর পিতা আব্দুস সালাম একজন বীর মুক্তিযোদ্ধা। অভিযুক্ত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল তাঁদের প্রতিবেশী।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার ৬৪ নম্বর কামারগ্রাম মৌজার ২১২ নম্বর দাগে ফয়সাল আলমের নামে ৫ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ওই জমি বুঝে পেতে মাপজোক ও সীমানা নির্ধারণ করতে গেলে বাধা দেন এনামুল হাসান ও তাঁর ভাই মাহাবুবুল হাসান। এ সময় ওই প্রবাসী পরিবারকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ইউএনওর সহযোগিতা চায় ভুক্তভোগী পরিবারটি। পরে ইউএনও স্থানীয় চেয়ারম্যান মো. সাইফুল খানকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগী ফয়সাল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবা এ দেশের জন্য যুদ্ধ করেছেন। কিন্তু আমরা আজ পরাধীনভাবে আছি। নিজেদের জমিতে যেতে পারছি না, কারও সহযোগিতা পাচ্ছি না। এমনকি দেশে ফিরে নিজেদের বসতঘরেও যেতে পারতেছি না।’
জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হাসান বলেন, ‘জমিটি আমাদের বাপ-চাচাদের। বর্তমানে ওর ভেতরে আমাদের জমি রয়েছে। তাঁরা আমিন দিয়ে মাপজোক করতে গেলে মনের মতো না হওয়ায় মেনে নিতে পারছে না। তাঁদের ওপর কোনো হামলা ও হুমকি-ধমকি দেওয়া হয়নি।’
বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সাইফুল খান বলেন, ‘তিন দিন আগে ইউএনও স্যারের একটি নোটিশ পেয়েছি। দ্রুত দুই পক্ষকে ডেকে সমাধানের মাধ্যমে মাপজোকের ব্যবস্থা করে দেওয়া হবে।’ ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, ‘অভিযোগের বিষয়ে ফাইলগুলো দেখে বলা যাবে। যদি কেউ বিষয়টি নিয়ে অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৭ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৯ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে