ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে তাঁদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা সদস্যরা হলেন আব্দুস সোবাহান (৭৫) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪৫), তাঁদের জামাতা মো. তৈয়ব (৩০)। তাঁরা কক্সবাজার জেলার সদর উপজেলার মারিগোলা গ্রামে বসবাস করেন।
এ ছাড়া দুই দালাল হলেন শহরের চাঁনমারি এলাকার সিয়াম আহমেদ (২৭) ও কমলাপুর বটতলা এলাকার রাশেদ খান (৩০)।
জানা গেছে, রোহিঙ্গা সদস্য সোবাহান ও হাসিনার পাসপোর্ট করে দেওয়ার জন্য ওই দুই দালাল চুক্তিবদ্ধ হন। এর আগে তাঁদের খরচ বাবদ ১৫ হাজার টাকা দেন আব্দুস সোবাহান। আজ ফরিদপুরে এসে বাকি ১৫ হাজার টাকা দেন। কিন্তু দুই দালাল তাঁদের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু না করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন।
রোহিঙ্গা সদস্যরা এর প্রতিবাদ জানালে দুই দালাল একপর্যায়ে জামাতা মো. তৈয়বকে মারধর শুরু করেন। পরে তৈয়ব দৌড়ে পাসপোর্ট অফিসে ঢুকে আনসার সদস্যদের সাহায্য চান। পরে সবাইকে আটকে রেখে কোতোয়ালি থানা–পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, তাঁরা রোহিঙ্গা হলেও বহু আগে বাংলাদেশে এসেছেন। তাঁরা পাসপোর্ট করতে এসে প্রতারকদের খপ্পরে পড়েছেন। খবর পেয়ে দুই দালালসহ তাঁদের আটক করে নিয়ে আসা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, স্থানীয় দুই দালাল, স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি আরও জানান, ওই রোহিঙ্গারা যদি কোনো ক্যাম্পের সদস্য হন, তাহলে তাঁদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আর কোনো ক্যাম্পের সদস্য না হলেও তাঁদের নিজ আবাসনস্থলে পাঠিয়ে দেওয়া হবে। আর স্থানীয় দুই দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরে পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে তাঁদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা সদস্যরা হলেন আব্দুস সোবাহান (৭৫) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪৫), তাঁদের জামাতা মো. তৈয়ব (৩০)। তাঁরা কক্সবাজার জেলার সদর উপজেলার মারিগোলা গ্রামে বসবাস করেন।
এ ছাড়া দুই দালাল হলেন শহরের চাঁনমারি এলাকার সিয়াম আহমেদ (২৭) ও কমলাপুর বটতলা এলাকার রাশেদ খান (৩০)।
জানা গেছে, রোহিঙ্গা সদস্য সোবাহান ও হাসিনার পাসপোর্ট করে দেওয়ার জন্য ওই দুই দালাল চুক্তিবদ্ধ হন। এর আগে তাঁদের খরচ বাবদ ১৫ হাজার টাকা দেন আব্দুস সোবাহান। আজ ফরিদপুরে এসে বাকি ১৫ হাজার টাকা দেন। কিন্তু দুই দালাল তাঁদের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু না করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন।
রোহিঙ্গা সদস্যরা এর প্রতিবাদ জানালে দুই দালাল একপর্যায়ে জামাতা মো. তৈয়বকে মারধর শুরু করেন। পরে তৈয়ব দৌড়ে পাসপোর্ট অফিসে ঢুকে আনসার সদস্যদের সাহায্য চান। পরে সবাইকে আটকে রেখে কোতোয়ালি থানা–পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ আহাদুজ্জামান বলেন, তাঁরা রোহিঙ্গা হলেও বহু আগে বাংলাদেশে এসেছেন। তাঁরা পাসপোর্ট করতে এসে প্রতারকদের খপ্পরে পড়েছেন। খবর পেয়ে দুই দালালসহ তাঁদের আটক করে নিয়ে আসা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, স্থানীয় দুই দালাল, স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি আরও জানান, ওই রোহিঙ্গারা যদি কোনো ক্যাম্পের সদস্য হন, তাহলে তাঁদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আর কোনো ক্যাম্পের সদস্য না হলেও তাঁদের নিজ আবাসনস্থলে পাঠিয়ে দেওয়া হবে। আর স্থানীয় দুই দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে