ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’
স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’
স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১১ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে