ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’
স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’
স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২০ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৭ মিনিট আগে