Ajker Patrika

ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৪
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দিনাজপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক, তাঁর সহকারীসহ চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভিমলপুর এলাকায় গুপ্তা প্লাইউড কারখানার সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ড ভ্যানের চালক সজিব হোসেন (৪৫), তাঁর সহকারী আরিফুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজিব ও আরিফুলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত