Ajker Patrika

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০০: ০২
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ
ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

এর আগে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। যা ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদিত হয় মাত্র ৬০-৬৫ মেগাওয়াট।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আটটি জেলা।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আজ সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পর থেকে বিশেষজ্ঞ দল ইউনিটটির মেরামতের জন্য দিনব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৮টার দিকে চালু করার চেষ্টা করলে পুনরায় বন্ধ হয়ে যায়। বর্তমানে ইউনিটটি মেরামতের কাজ চলমান রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। তবে এ সমস্যা সাময়িক।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) আবাসিক প্রকৌশলী দেলওয়ার হোসেন জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ট্রিপ করার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের সব গ্রিড ট্রিপ করে যায়। বর্তমানে ফুলবাড়ী দপ্তরের ৩৩ কেভি চালু রয়েছে। তবে চাহিদার তুলনায় লোড বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। লোড বরাদ্দ স্বাভাবিক হলে এই দপ্তরের সব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

নর্দান ইলেকট্রিসিটি (নেসকো) রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী (অপারেশন) আশরাফুল আলম মণ্ডল জানান, জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন। বিদ্যুতের কী পরিমাণ ঘাটতি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন, তবে শুধু কোনোমতে কোথাও কোথাও লাইন চালু রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত