ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
এর আগে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। যা ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদিত হয় মাত্র ৬০-৬৫ মেগাওয়াট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আটটি জেলা।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আজ সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পর থেকে বিশেষজ্ঞ দল ইউনিটটির মেরামতের জন্য দিনব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৮টার দিকে চালু করার চেষ্টা করলে পুনরায় বন্ধ হয়ে যায়। বর্তমানে ইউনিটটি মেরামতের কাজ চলমান রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। তবে এ সমস্যা সাময়িক।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) আবাসিক প্রকৌশলী দেলওয়ার হোসেন জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ট্রিপ করার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের সব গ্রিড ট্রিপ করে যায়। বর্তমানে ফুলবাড়ী দপ্তরের ৩৩ কেভি চালু রয়েছে। তবে চাহিদার তুলনায় লোড বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। লোড বরাদ্দ স্বাভাবিক হলে এই দপ্তরের সব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
নর্দান ইলেকট্রিসিটি (নেসকো) রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী (অপারেশন) আশরাফুল আলম মণ্ডল জানান, জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন। বিদ্যুতের কী পরিমাণ ঘাটতি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন, তবে শুধু কোনোমতে কোথাও কোথাও লাইন চালু রাখা হয়েছে।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
এর আগে ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। যা ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও উৎপাদিত হয় মাত্র ৬০-৬৫ মেগাওয়াট।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আটটি জেলা।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আজ সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পর থেকে বিশেষজ্ঞ দল ইউনিটটির মেরামতের জন্য দিনব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৮টার দিকে চালু করার চেষ্টা করলে পুনরায় বন্ধ হয়ে যায়। বর্তমানে ইউনিটটি মেরামতের কাজ চলমান রয়েছে। শুধু ১ নম্বর ইউনিটটি চালু রয়েছে। তবে এ সমস্যা সাময়িক।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ (নেসকো) আবাসিক প্রকৌশলী দেলওয়ার হোসেন জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ট্রিপ করার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের সব গ্রিড ট্রিপ করে যায়। বর্তমানে ফুলবাড়ী দপ্তরের ৩৩ কেভি চালু রয়েছে। তবে চাহিদার তুলনায় লোড বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। লোড বরাদ্দ স্বাভাবিক হলে এই দপ্তরের সব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
নর্দান ইলেকট্রিসিটি (নেসকো) রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী (অপারেশন) আশরাফুল আলম মণ্ডল জানান, জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন। বিদ্যুতের কী পরিমাণ ঘাটতি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন, তবে শুধু কোনোমতে কোথাও কোথাও লাইন চালু রাখা হয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৩০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩৩ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪৩ মিনিট আগে