নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

১৯৭৫ সালে এসএসসি পাস করেছিলেন মো. ইমামুল ইসলাম। সেই থেকে প্রিয় প্রতিষ্ঠান বিনোদনগর উচ্চবিদ্যালয়ে পা রাখা হয়নি তাঁর। এর মধ্যে কেটে গেছে দীর্ঘ সময়। বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে ডাক পান তিনি। এসে দেখা মেলে শিক্ষক, শিক্ষার্থীদের।
আজ শনিবার সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। হীরকজয়ন্তী উৎসবে সকাল থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কথা হয় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোছা. খোদেজা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী, এখানে এসে আমার শিশুকালে ফিরে গেছি। চোখের সামনে স্কুলের শিক্ষক-শিক্ষিকার ছবিগুলো জ্বলজ্বল করছে। আমার বাবা আমাকে স্কুলে এগিয়ে দিয়ে যেতেন, সেই স্মৃতি আজ মনে পড়ছে। বিদ্যালয়টি আজ হাঁটি হাঁটি পা পা করে ৬০ বছর পার করছে। এই স্কুলের অনেক শিক্ষক আজ নেই। তাঁদের আদর্শ আজ আমাদের হৃদয়ে।’
অনুষ্ঠানে আগত এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. কুতুবুল আলম (১৯৮২-৮৪) আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর জানতে পারি বিনোদনগর উচ্চবিদ্যালয়ের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান হবে। তখন আমার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আজ অনুষ্ঠানে এসে শিক্ষকশিক্ষার্থীদের দেখে সত্যিই কী যে ভালো লাগছে, বলার ভাষা নেই।’
বিদ্যালয়ের আরও দুই প্রাক্তন শিক্ষক (১৯৭৬-৮২) মো. রুহুল আজম ও মো. গোলাম মোস্তফার (১৯৭২-৭৫) সঙ্গে কথা হলে তাঁরা এভাবে অনুভূতি প্রকাশ করেন।
হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক রওশন ইজদানী জানান, বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠা পায়। বর্তমানে বিদ্যালয়টির ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপন করা হচ্ছে। এতে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি মো. আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, ‘আমাদের এলাকায় মানুষের প্রধান পেশা কৃষি। এ ছাড়া তেমন কোনো বড় ব্যবসা এই এলাকায় নেই। ফলে আমাদের সন্তানদের ভালো কিছু করতে হলে শিক্ষার বিকল্প নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক উপসচিব মো. আফতাব উদ্দিন মণ্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম, ৭৬ ব্যাচের শিক্ষার্থী ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী জিলফুল মুরাদ শানু প্রমুখ।
৬০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের স্মরণিকা প্রকাশিত হয়। সভায় ভবিষ্যতে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি আয়োজনের সিদ্ধান্ত হয়। এ সময় প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীর হাতে আমগাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিনা মূল্য চিকিৎসা ক্যাম্প থেকে পরামর্শসহ চিকিৎসাসেবা দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসসহ স্থানীয় শিল্পীরা।

১৯৭৫ সালে এসএসসি পাস করেছিলেন মো. ইমামুল ইসলাম। সেই থেকে প্রিয় প্রতিষ্ঠান বিনোদনগর উচ্চবিদ্যালয়ে পা রাখা হয়নি তাঁর। এর মধ্যে কেটে গেছে দীর্ঘ সময়। বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে ডাক পান তিনি। এসে দেখা মেলে শিক্ষক, শিক্ষার্থীদের।
আজ শনিবার সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। হীরকজয়ন্তী উৎসবে সকাল থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কথা হয় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোছা. খোদেজা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী, এখানে এসে আমার শিশুকালে ফিরে গেছি। চোখের সামনে স্কুলের শিক্ষক-শিক্ষিকার ছবিগুলো জ্বলজ্বল করছে। আমার বাবা আমাকে স্কুলে এগিয়ে দিয়ে যেতেন, সেই স্মৃতি আজ মনে পড়ছে। বিদ্যালয়টি আজ হাঁটি হাঁটি পা পা করে ৬০ বছর পার করছে। এই স্কুলের অনেক শিক্ষক আজ নেই। তাঁদের আদর্শ আজ আমাদের হৃদয়ে।’
অনুষ্ঠানে আগত এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. কুতুবুল আলম (১৯৮২-৮৪) আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর জানতে পারি বিনোদনগর উচ্চবিদ্যালয়ের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান হবে। তখন আমার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আজ অনুষ্ঠানে এসে শিক্ষকশিক্ষার্থীদের দেখে সত্যিই কী যে ভালো লাগছে, বলার ভাষা নেই।’
বিদ্যালয়ের আরও দুই প্রাক্তন শিক্ষক (১৯৭৬-৮২) মো. রুহুল আজম ও মো. গোলাম মোস্তফার (১৯৭২-৭৫) সঙ্গে কথা হলে তাঁরা এভাবে অনুভূতি প্রকাশ করেন।
হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক রওশন ইজদানী জানান, বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠা পায়। বর্তমানে বিদ্যালয়টির ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপন করা হচ্ছে। এতে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি মো. আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, ‘আমাদের এলাকায় মানুষের প্রধান পেশা কৃষি। এ ছাড়া তেমন কোনো বড় ব্যবসা এই এলাকায় নেই। ফলে আমাদের সন্তানদের ভালো কিছু করতে হলে শিক্ষার বিকল্প নেই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক উপসচিব মো. আফতাব উদ্দিন মণ্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম, ৭৬ ব্যাচের শিক্ষার্থী ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী জিলফুল মুরাদ শানু প্রমুখ।
৬০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের স্মরণিকা প্রকাশিত হয়। সভায় ভবিষ্যতে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি আয়োজনের সিদ্ধান্ত হয়। এ সময় প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীর হাতে আমগাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিনা মূল্য চিকিৎসা ক্যাম্প থেকে পরামর্শসহ চিকিৎসাসেবা দেওয়া হয়। এর আগে সকাল ১০টার দিকে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়া বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসসহ স্থানীয় শিল্পীরা।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে