বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েক শ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এ ছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সেকমো (এসএসিএমও) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। ভারত এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রী আসা-যাওয়া করছেন, তাঁদের শরীরের তাপমাত্রা রেকর্ড করছি। এ ছাড়াও এমপক্সের যেসব লক্ষণ থাকে তা দেখছি। এখন পর্যন্ত এ ধরনের লক্ষণ যাত্রীদের মাঝে পাইনি। তবে যদি কারও শরীরে এসব লক্ষণ পাই তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, ‘এমপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাকিমপুর একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তাই যাত্রীদের কারও এমপক্স ভাইরাস আছে কি না, তা নির্ণয় করতে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি।’
এদিকে, বিজিবি সূত্রে জানা গেছে, হিলি সীমান্তসহ চেকপোস্টে ২০ বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কাজ করছে। সন্ত্রাসী বা তালিকাভুক্তরা যাতে দেশত্যাগ না করতে পারে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে। তেমনি এমপক্সের বিষয়েও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে যাত্রীদের।
হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপক্স ভাইরাসের সংক্রমণ রোধ করতে আমরা সতর্ক আছি। ইমিগ্রেশন চেকপোস্টে হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সময় শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে।’

বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েক শ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এ ছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সেকমো (এসএসিএমও) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। ভারত এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রী আসা-যাওয়া করছেন, তাঁদের শরীরের তাপমাত্রা রেকর্ড করছি। এ ছাড়াও এমপক্সের যেসব লক্ষণ থাকে তা দেখছি। এখন পর্যন্ত এ ধরনের লক্ষণ যাত্রীদের মাঝে পাইনি। তবে যদি কারও শরীরে এসব লক্ষণ পাই তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, ‘এমপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাকিমপুর একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তাই যাত্রীদের কারও এমপক্স ভাইরাস আছে কি না, তা নির্ণয় করতে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি।’
এদিকে, বিজিবি সূত্রে জানা গেছে, হিলি সীমান্তসহ চেকপোস্টে ২০ বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কাজ করছে। সন্ত্রাসী বা তালিকাভুক্তরা যাতে দেশত্যাগ না করতে পারে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে। তেমনি এমপক্সের বিষয়েও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে যাত্রীদের।
হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপক্স ভাইরাসের সংক্রমণ রোধ করতে আমরা সতর্ক আছি। ইমিগ্রেশন চেকপোস্টে হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সময় শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে।’

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে