দিনাজপুর প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও। আজ শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। যেখানে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৫ হাজার ৫৮৬ জন।
বোর্ডের তথ্যমতে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা ফলাফলে ভালো করেছে। ছাত্রীদের মধ্যে ৮০ দশমিক ২২ শতাংশ পাস এবং ৮ হাজার ৮৮২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন।
দিনাজপুর বোর্ডে এ বছর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। আর একজন শিক্ষার্থী নিয়ে শতভাগ ফেল করেছে একমাত্র কুড়িগ্রাম সদরের পূর্ব কুমারপুর আদর্শ উচ্চবিদ্যালয়।
বোর্ডের অধীনে রংপুর জেলায় ৩৬ হাজার ৫৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৬৮৪ জন। পাসের হার ৮১ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮০ জন।
গাইবান্ধায় ২৭ হাজার ৬১৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২ হাজার ৪৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৩১ জন। পাসের হার ৮১ দশমিক ২২ শতাংশ।
নীলফামারীতে ২৩ হাজার ২০৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। পাসের হার মিলেছে ৭১ দশমিক ৫৬ শতাংশ।
কুড়িগ্রামে ২২ হাজার ৪৩৯ জন পরীক্ষা দেয় এবং পাস করে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৭৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭৭ জন।
লালমনিরহাটে ১৬ হাজার ৪৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৮৫৪ জন। ৬৯৭ জন পেয়েছে জিপিএ-৫। পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ।
দিনাজপুরে ৩৯ হাজার ৫৮০ জনের মধ্যে পাস করেছে ৩১ হাজার ১৫৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ মিলেছে ৪ হাজার ২৫৬ জনের। পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ।
ঠাকুরগাঁওয়ে ১৮ হাজার ৯৩২ জন পরীক্ষা দেয়। পাস করেছে ১৪ হাজার ১১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৭ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৬ শতাংশ।
পঞ্চগড়ে ১৪ হাজার ৬১০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯৫০ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯৮ জন।
গত বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ আজকের পত্রিকাকে বলেন, গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষা হয়েছিল। আর এ বছর সব বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হওয়ায় এর একটা প্রভাব পড়েছে। পাশাপাশি গত দুই বছরে করোনায় শিক্ষার অনেক ক্ষতি হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। সেই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও। আজ শুক্রবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আট জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। যেখানে গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৫ হাজার ৫৮৬ জন।
বোর্ডের তথ্যমতে, ছাত্রদের তুলনায় ছাত্রীরা ফলাফলে ভালো করেছে। ছাত্রীদের মধ্যে ৮০ দশমিক ২২ শতাংশ পাস এবং ৮ হাজার ৮৮২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন।
দিনাজপুর বোর্ডে এ বছর শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। আর একজন শিক্ষার্থী নিয়ে শতভাগ ফেল করেছে একমাত্র কুড়িগ্রাম সদরের পূর্ব কুমারপুর আদর্শ উচ্চবিদ্যালয়।
বোর্ডের অধীনে রংপুর জেলায় ৩৬ হাজার ৫৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৬৮৪ জন। পাসের হার ৮১ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮০ জন।
গাইবান্ধায় ২৭ হাজার ৬১৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২ হাজার ৪৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৫৩১ জন। পাসের হার ৮১ দশমিক ২২ শতাংশ।
নীলফামারীতে ২৩ হাজার ২০৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৬০৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। পাসের হার মিলেছে ৭১ দশমিক ৫৬ শতাংশ।
কুড়িগ্রামে ২২ হাজার ৪৩৯ জন পরীক্ষা দেয় এবং পাস করে ১৬ হাজার ৪৯০ জন। পাসের হার ৭৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭৭ জন।
লালমনিরহাটে ১৬ হাজার ৪৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৮৫৪ জন। ৬৯৭ জন পেয়েছে জিপিএ-৫। পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ।
দিনাজপুরে ৩৯ হাজার ৫৮০ জনের মধ্যে পাস করেছে ৩১ হাজার ১৫৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ মিলেছে ৪ হাজার ২৫৬ জনের। পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ।
ঠাকুরগাঁওয়ে ১৮ হাজার ৯৩২ জন পরীক্ষা দেয়। পাস করেছে ১৪ হাজার ১১৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৯৭ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৬ শতাংশ।
পঞ্চগড়ে ১৪ হাজার ৬১০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৯৫০ জন। পাসের হার ৭৪ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯৮ জন।
গত বছরের তুলনায় এবার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আব্দুস সামাদ আজাদ আজকের পত্রিকাকে বলেন, গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত নম্বরে পরীক্ষা হয়েছিল। আর এ বছর সব বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হওয়ায় এর একটা প্রভাব পড়েছে। পাশাপাশি গত দুই বছরে করোনায় শিক্ষার অনেক ক্ষতি হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে