দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’
গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’
গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২২ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে