দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ১ জুন বৃহস্পতিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে বলেন, গত কয়েক দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮-৩৯ ডিগ্রি থাকলেও আজ সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। বাতাসের আর্দ্রতা ২৪ শতাংশ।
এদিকে, তীব্র গরম আর চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। অতিরিক্ত গরম আর অব্যাহত লোডশেডিংয়ে মানুষ কাবু হয়ে পড়েছে। রাস্তায় কমে গেছে মানুষের চলাচল। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়।
পথচারী মোমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে যে তাপমাত্রা, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। পাঁচ মিনিট রাস্তায় হাঁটলে মনে হচ্ছে সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। মনে হয় গায়ে আগুন ধরেছে।’
ভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘আল্লাহর গজব পড়িছে ভাই। মনে হছে জাহান্নামের আগুন দুনিয়াত চলি আইছে। এতা গরম তো সহ্য করা যাছে নাই। কিছুদূর পরপর ছিঁয়াত (ছায়ায়) বসি জিরাবা লাগেছে।’
অটোচালক সাজেদুর রহমান বলেন, ‘সূর্য থাকি আগুন ঝরেছে। রাস্তায় তো মানুষজন অনেক কম। ভাড়া ও তেমন নেই কষ্টে আছি।’
দিনাজপুর সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলনে, ‘তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এ অবস্থায় জনসাধারণকে বাইরে চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করা যাবে না। বেশি করে পানি খেতে হবে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বেলায় বিশেষ মনোযোগী হতে হবে। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

দিনাজপুরে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ১ জুন বৃহস্পতিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে বলেন, গত কয়েক দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮-৩৯ ডিগ্রি থাকলেও আজ সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। বাতাসের আর্দ্রতা ২৪ শতাংশ।
এদিকে, তীব্র গরম আর চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। অতিরিক্ত গরম আর অব্যাহত লোডশেডিংয়ে মানুষ কাবু হয়ে পড়েছে। রাস্তায় কমে গেছে মানুষের চলাচল। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়।
পথচারী মোমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে যে তাপমাত্রা, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। পাঁচ মিনিট রাস্তায় হাঁটলে মনে হচ্ছে সমস্ত শরীর ঘেমে যাচ্ছে। মনে হয় গায়ে আগুন ধরেছে।’
ভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘আল্লাহর গজব পড়িছে ভাই। মনে হছে জাহান্নামের আগুন দুনিয়াত চলি আইছে। এতা গরম তো সহ্য করা যাছে নাই। কিছুদূর পরপর ছিঁয়াত (ছায়ায়) বসি জিরাবা লাগেছে।’
অটোচালক সাজেদুর রহমান বলেন, ‘সূর্য থাকি আগুন ঝরেছে। রাস্তায় তো মানুষজন অনেক কম। ভাড়া ও তেমন নেই কষ্টে আছি।’
দিনাজপুর সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলনে, ‘তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এ অবস্থায় জনসাধারণকে বাইরে চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করা যাবে না। বেশি করে পানি খেতে হবে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বেলায় বিশেষ মনোযোগী হতে হবে। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে